MS Dhoni: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আগামী মরসুমের আইপিএল-এও (IPL 2026) খেলবেন মহেন্দ্র সিং ধোনি। তিনি ফের মাঠে নামার জন্য তৈরি হচ্ছেন। ফলে উৎসাহিত হয়ে উঠেছে সিএসকে শিবির।
KNOW
IPL 2026: আগামী মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) আবু ধাবিতে (Abu Dhabi) হতে চলেছে আইপিএল ২০২৬-এর নিলাম (IPL 2026 Mini Auction)। তার আগে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) দুবাইয়ে (Dubai) বন্ধুদের সঙ্গে পিকলবল (Pickleball) খেলতে দেখা গেল। ২০২৪ সালের আইপিএল-এর (IPL 2024) নিলামের আগেও একই ঘটনা দেখা গিয়েছিল। আবু ধাবিতে নিলামের সময় হয়তো সিএসকে-র প্রতিনিধিদের সঙ্গে থাকবেন না ধোনি। তবে টিম ম্যানেজমেন্ট তাঁর পরামর্শ নিয়েই নিলামে বিভিন্ন ক্রিকেটারকে দলে নেওয়ার চেষ্টা করবে। ধোনি এবারের আইপিএল-এও খেলবেন। এই কারণে তিনি ফিটনেস ধরে রাখার উপর জোর দিচ্ছেন। তাঁকে দেখে মনে হচ্ছে যথেষ্ট ফিট। ফলে আইপিএল-এ খেলতে সমস্যা হবে না।
৪৪ বছর বয়সেও ফিট ধোনি
ধোনি যখন আগামী বছর আইপিএল-এ খেলবেন, তখন তাঁর বয়স ৪৫-এর কাছকাছি হবে। কিন্তু তা সত্ত্বেও তাঁকে ধরে রেখেছে সিএসকে। ধোনির মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৪ সালের আইপিএল-এর নিলামের আগে ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে পিকলবল খেলতে দেখা গিয়েছিল ধোনিকে। এবারও তাঁকে পিকলবল খেলতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল। সিএসকে সমর্থকরা সেই ভিডিও দেখে উচ্ছ্বসিত।
আইপিএল-এর জন্য তৈরি ধোনি
কিছুদিন আগেই সিএসকে ম্যানেজমেন্ট সরকারিভাবে জানিয়ে দিয়েছে, আগামী আইপিএল-এও খেলবেন ধোনি। তাঁকে ছাড়া হচ্ছে না। এই তারকার ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। অতীতে দেখা গিয়েছে, তিনি হাঁটুর চোট নিয়েই আইপিএল-এ খেলেছেন। এবার ফিট হয়েই খেলবেন। তাঁর বিপুল অভিজ্ঞতা, দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করার ক্ষমতা, গুরুত্বপূর্ণ সময়ে বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবারও সিএসকে-কে সাহায্য করবে বলেই আশা করছে ম্যানেজমেন্ট। ২০০৮ সালে প্রথম আইপিএল থেকেই সিএসকে-র হয়ে খেলছেন ধোনি। তিনি দলের প্রধান ভরসা। এবারও তাঁর উপর ভরসা রাখা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


