MS Dhoni: আইপিএল ২০২৬-এ (IPL 2026) ফের চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি এখন আইপিএল-এর প্রস্তুতিতে ব্যস্ত। এরই মধ্যে তাঁকে ফুরফুরে মেজাজে দেখা গেল।

DID YOU
KNOW
?
ফের আইপিএল-এ ধোনি
এবারের আইপিএল-এও চেন্নাই সুপার কিংসের প্রধান ভরসা মহেন্দ্র সিং ধোনি। তিনি খেলার জন্য তৈরি হচ্ছেন।

Salman Khan's 60th birthday: বলিউড (Bollywood) তারকা সলমন খানের ৬০-তম জন্মদিন উপলক্ষে তাঁর খামাবাড়িতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজির হলেন মগেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মহারাষ্ট্রের (Maharashtra) পানভেলে (Panvel) এই খামারবাড়িতে অতীতে অনেক তারকাই গিয়েছেন। এবার সেখানে সপরিবারে ধোনিকে দেখা গেল। আইপিএল-এ (IPL 2026) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কিংবদন্তির স্ত্রী সাক্ষী ধোনি (Sakshi Dhoni) ও মেয়ে জিভা ধোনিকেও (Ziva Dhoni) খোশমেজাজে দেখা গেল। শনিবার সলমনের জন্মদিন। তাঁর বয়স ৬০ বছর হয়ে গেল। তিনি জন্মদিন উপলক্ষে নিজের খামারবাড়িতে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করেছেন। এই অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের অনেক তারকাই আমন্ত্রিত। তবে সবচেয়ে বেশি আকর্ষণ ধোনিকে ঘিরে। সপরিবারের সলমনের খামারবাড়িতে পৌঁছনোর পরেই আলোকচিত্রীদের লেন্সবন্দি হন এই তারকা ক্রিকেটার। ধোনি ও সলমন একসঙ্গে হাসিমুখে ছবি তোলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই দুই তারকার অনুরাগীরাই সেই ছবি শেয়ার করছেন।

আইপিএল-এর জন্য তৈরি হচ্ছেন ধোনি

নতুন ইংরাজি বছরের মার্চ মাসের শেষদিকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। ৪৪ বছর বয়সি ধোনি এবারও সিএসকে-র প্রধান ভরসা। তিনি এখন আর দলের অধিনায়ক না থাকলেও, তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয় দল। তিনি এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে পাঁচ বার আইপিএল জিতেছেন। ফ্র্যাঞ্চাইজির শীর্ষকর্তারা স্পষ্ট করে দিয়েছেন, ধোনি যতদিন চাইবেন খেলে যাবেন। তাঁরা ধোনিকে ছাড়তে নারাজ।

Scroll to load tweet…

এবারের আইপিএল-এ খেলেই অবসর নেবেন ধোনি?

ধোনি সিএসকে-র নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এখন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। কিন্তু আসলে দলের অধিনায়ক ধোনিই। গত কয়েকবার আইপিএল শুরু হওয়ার আগে থাকতেই জল্পনা শুরু হয়, অবসর নেবেন এই কিংবদন্তি। এবারও সেই জল্পনা শুরু হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, এবারের আইপিএল-এ খেলার পরেই অবসর নেবেন ধোনি। কিন্তু সেই জল্পনা সত্যি কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।