এবারের আইপিএল-এর শুরুটা ভালো করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ২ ম্যাচে হেরে যায় এইডেন মার্করামের দল। কিন্তু ঘুরে দাঁড়িয়ে পরপর ২ ম্যাচ জিতল হায়দরাবাদ।
শুক্রবার ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। তিনি আশা করেছিলেন, উমেশ যাদব, সুনীল নারিনরা হায়দরাবাদের ব্যাটারদের অল্প রানে আটকে রাখতে পারবেন। কিন্তু ৫৫ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলে হায়দরাবাদকে বড় স্কোর করতে সাহায্য করেন ওপেনার হ্যারি ব্রুক। তাঁর এই ইনিংসই হায়দরাবাদকে ম্যাচ জেতায়। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ব্রুক। ইডেনে তাঁর অসাধারণ ইনিংস স্মরণীয় হয়ে থাকল। কেকেআর-এর কোনও বোলারই ব্রুককে চাপে ফেলতে পারেননি। অনায়াসে ১২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন ব্রুক।
হায়দরাবাদকে জেতানোর পর ব্রুক বলেছেন, ‘এটা বিশেষ রাত ছিল। আমরা জয় পেয়েছি বলে আরও ভালো লাগছে। আমি একটু স্নায়ুর চাপে ভুগছিলাম। অনেকেই বলে, টি-২০ ম্যাচে ব্যাটিং করার সবচেয়ে ভালো পজিশন হল ওপেনিং। টি-২০ ম্যাচে ওপেন করতে নামলেই সবচেয়ে ভালোভাবে ব্যাটিং করা যায়। তবে আমি যে কোনও পজিশনেই ব্যাটিং করতে তৈরি। আমি ৫ নম্বরে ব্যাটিং করতে নেমেও অনেক সাফল্য পেয়েছি। আমি বিখ্যাত হয়ে উঠেছি। আমি টেস্টে ৪টি শতরান করেছি। সেই ইনিংসগুলিকে এই ইনিংসের চেয়ে এগিয়ে রাখতেই হবে। ইডেন গার্ডেন্সের দর্শকদের আচরণ অসাধারণ ছিল। আমি এই দর্শকদের সামনে খেলা উপভোগ করেছি। আমি নিজের উপর একটু বেশি চাপ তৈরি করে ফেলছিলাম। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমাকে বলছিল, আমি খুব খারাপ খেলোয়াড়। কিন্তু এবার অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই আমার প্রশংসা করবে। কয়েকদিন আগেই তারা আমাকে গালিগালাজ করছিল। আমি ওদের মুখ বন্ধ করতে পেরেছি বলে ভালো লাগছে।’
হায়দরাবাদের অধিনায়ক এইডেন মার্করাম বলেছেন, ‘অ্যাওয়ে ম্যাচে জয় পেয়ে ভালো লাগছে। এই ম্যাচে জয় পাওয়া কঠিন ছিল। ওদের ব্যাটিং লাইনআপের যা শক্তি, তাতে ২২৯ রানের টার্গেট দিয়েও জয় পাওয়া সহজ ছিল না। আমাদের বোলাররা নিজেদের প্রমাণ করেছে। আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়। তাতে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। আমাদের দলের ব্যাটিং লাইনআপের গভীরতা আছে। ফলে সবাই স্বাধীনভাবে ব্যাটিং করতে পারে। হ্যারি কেমন খেলে, সেটা আমরা সবাই জানি। আমরা ওর দক্ষতার পরিচয় পেয়েছি। ওর মতো খেলোয়াড়কে যত বেশি সম্ভব বল খেলার সুযোগ দিতে হয়। ভুবির (ভুবনেশ্বর কুমার) উপর সবসময়ই আমাদের ভরসা আছে। ও দলের সবাইকে সাহায্য করে। আমাদের দলে অসাধারণ কয়েকজন ক্রিকেটার আছে। আমরা ভালো খেলে জয় পেলাম।’
আরও পড়ুন-
IPL 2023: রিঙ্কুর পক্ষে রোজ অবিশ্বাস্য ইনিংস খেলা সম্ভব নয়, হারের পর বার্তা নীতীশের
IPL 2023: হ্যারি ব্রুকের শতরানের পাল্টা নীতীশ-রিঙ্কুর লড়াই বিফলে, কেকেআর-এর হার
IPL 2023: শনিবার সামনে পাঞ্জাব কিংস, ফের বিস্ফোরক ইনিংস খেলতে তৈরি নিকোলাস পুরাণ