'ড্রেসিংরুমে আলোচনা শুনেছি,' অলিম্পিক্সে ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়

১০০ বছরেরও বেশি সময় পরে অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। ১৯২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হয়েছে। প্যারিস অলিম্পিক্স চলাকালীন ক্রিকেট নিয়ে আলোচনা চলছে।

Soumya Gangully | Published : Jul 29, 2024 9:15 AM IST / Updated: Jul 29 2024, 03:33 PM IST

২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেট খেলা হবে। ফলে ভারতের পদক জেতার সম্ভাবনা উজ্জ্বল। খেলোয়াড় জীবনে অলিম্পিক্সে খেলার সুযোগ পাননি। তবে এত বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফেরায় খুশি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়। প্যারিস অলিম্পিক্স দেখতে গিয়েছেন দ্রাবিড়। সেখানেই তিনি বলেছেন, ‘আমি ড্রেসিংরুমে আলোচনা শুনেছি। অনেকেই ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা করছে। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপও আছে। এরই মধ্যে অনেকে ২০২৮ সালের অলিম্পিক্স নিয়ে আলোচনা করছে।’ দ্রাবিড়ের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা অলিম্পিক্সে খেলার সুযোগ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অলিম্পিক্সে ক্রিকেটে সোনা জয়ের লক্ষ্যে ভারত

Latest Videos

অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হওয়া প্রসঙ্গে দ্রাবিড় আরও বলেছেন, ‘আমাদের দেশের ক্রিকেটাররা অলিম্পিক্সে সোনা জিততে চায়। গেমস ভিলেজে থাকা, সারা বিশ্বের অ্যাথলিটদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা সঞ্চয় করাও আমাদের ক্রিকেটারদের লক্ষ্য। আমার কোনও সন্দেহ নেই যে সব দলই অলিম্পিক্সের জন্য প্রস্তুতি নেবে। সব খেলোয়াড়ই অলিম্পিক্সে পদক জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সবাই অলিম্পিক্স দেখে বড় হয়েছে। কার্ল লিউইসকে সোনা জিততে দেখেছে। সবাই এরকম বড় প্রতিযোগিতায় যোগ দিতে চায়। ফলে স্বপ্ন সত্যি হতে চলেছে।’

অলিম্পিক্সে ক্রিকেটে জোড়া সোনা জিতবে ভারত?

অলিম্পিক্সে ক্রিকেট প্রসঙ্গে দ্রাবিড় আরও বলেছেন, ‘আমার স্বপ্ন হল, অসাধারণ ক্রিকেট টুর্নামেন্ট হবে। আশা করি ভারতের পুরুষ ও মহিলা দল সোনা জিতবে। তবে সবচেয়ে বড় ব্যাপার হল, ভারতীয়রা লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের জন্য গলা ফাটাতে পারবেন। সারা বিশ্বকে দেখিয়ে দেওয়া যাবে, ক্রিকেট কত বড় খেলা। দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারব না। তবে আমি যে কোনওভাবে যুক্ত থাকার চেষ্টা করব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ফের পদকের হাতছানি, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে মনু-সরবজ্যোত

হতাশ করলেন রমিতা জিন্দল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদক হারাল ভারত

'কর্ম করে যাও, ফলের আশা কোরো না,' অলিম্পিক্সে পদক জিতে গীতার উদ্ধৃতি মনু ভাকেরের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024