সেদিন পরীক্ষাটা আর দেওয়া হয়নি....! কতদূর পড়াশোনা করেছেন রোহিত শর্মা? শুনলে চমকে যাবেন

Published : Apr 30, 2025, 10:01 AM IST

Rohit Sharma Birthday: আজ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। জেনে নিন কিভাবে মুম্বাইয়ের বোরিভলীর গলিতে বেড়ে ওঠা এই ছেলেটি ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় গড়ে তুলেছেন এবং দারিদ্রের সাথে লড়াই করে টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছেন।

PREV
110

টেস্ট, ওয়ান ডে বা টি-২০ ক্রিকেট, রোহিত শর্মাকে ছক্কা হাঁকাতে দেখা নিতান্ত স্বাভাবিক বিষয়। তিন ফর্ম্যাটেই রোহিতকে হেলায় সেঞ্চুরি করতে দেখেছেন সবাই। এমনকি ওয়ান ডে ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরিও রয়েছে হিটম্যানের।

210

৩০ এপ্রিল ২০২৫, বুধবার রোহিত শর্মার বয়স হল ৩৮ বছর। বিশ্ব ক্রিকেটের হিটম্যান রোহিত শর্মার আজ শুভ জন্মদিন। তিনি দিনের পর দিন বিশ্ব ক্রিকেটে শাসন করে চলেছেন। ভারতবাসীর গর্ব রোহিত শর্মা, প্রত্যেক ভারতীয় আশা ভরসা ভালবাসার নাম রোহিত শর্মা।

310

আজ টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। জেনে নিন কিভাবে মুম্বাইয়ের বোরিভলীর গলিতে বেড়ে ওঠা এই ছেলেটি ক্রিকেট বিশ্বে নিজের পরিচয় গড়ে তুলেছেন।

410

টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার আজ জন্মদিন। ৩০ এপ্রিল ২০২৫ সালে তিনি ৩৮ বছর বয়সে পা রাখবেন। তার শৈশব কেটেছে মুম্বাইয়ের বোরিভলিতে।

510

রোহিত শর্মা শুরুতে বড়লোক পরিবার থেকে আসেননি। তার শৈশব কেটেছে আর্থিক টানাপোড়েনের মধ্যে। টাকার অভাবে তিনি দাদা-দাদীর কাছে থাকতেন।

610

রোহিতের বাবার নাম গুরুনাথ শর্মা, যিনি একটি পরিবহন সংস্থায় কাজ করতেন। টাকার অভাবে ক্রিকেট শেখা তার জন্য বেশ কঠিন ছিল।

710

ভারতীয় অধিনায়ক মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন। এই বিদ্যালয়ের মূল লক্ষ্য ছিল ক্রিকেটের উপর জোর দেওয়া।

810

আজ ভারতীয় দলের হয়ে মাঠ মাতানো রোহিত শর্মা যা কিছু, তার পেছনে রয়েছে স্কুল কোচ দীনেশ লাডের অবদান। তিনিই রোহিতের জেদ দেখেছিলেন।

910

রোহিত তার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন Our Lady of Vailankanni High School থেকে। সেখান থেকেই তিনি ক্রিকেট খেলা শুরু করেন।

1010

রোহিত যখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছিলেন, তখনই তার রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স হয়। যার ফলে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০০৭-এ নির্বাচিত হন। এভাবেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন।

click me!

Recommended Stories