বিক্রি হয়ে যাচ্ছে আরসিবি, ৩১ মার্চের মধ্যে সম্পন্ন হবে মালিকানা বদলের প্রক্রিয়া

Published : Nov 06, 2025, 01:19 AM IST
Royal Challengers Bengaluru

সংক্ষিপ্ত

Royal Challengers Bengaluru: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬ সালের আইপিএল-এর আগেই আরসিবি-র নতুন কর্ণধারের নাম জানা যেতে পারে।

DID YOU KNOW ?
বিক্রি হচ্ছে আরসিবি
আইপিএল ও ডব্লুপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হচ্ছে।

Royal Challengers Bengaluru Ownership: কয়েক মাসের মধ্যেই আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলে যাচ্ছে। আইপিএল-এর পাশাপাশি উইমেনস প্রিমিয়ার লিগেও (Women's Premier League) আরসিবি-র দল আছে। দুই দলেরই বর্তমান কর্ণধার ডিয়াজিও (Diageo)। এই সংস্থা এবার আরসিবি বিক্রির প্রক্রিয়া শুরু করেছে। বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জ (Bombay Stock Exchange) সূত্রে জানা গিয়েছে, আরসিবি-র মালিকানা ছেড়ে দিতে চলেছে ডিয়াজিও। এবার অন্য কোনও সংস্থা এই ফ্র্যাঞ্চাইজি কিনেবে নেবে। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে আরসিবি-র নতুন কর্ণধারের নাম জানা যাবে। কিছুদিন পরেই আইপিএল-এর নিলাম হতে চলেছে। এরই মধ্যে মালিকানা বদলের প্রক্রিয়া আরসিবি-র দল গঠনে কোনওরকম প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কেন বিক্রি হয়ে যাচ্ছে আরসিবি?

ভারতে ডিয়াজিওর অধীনস্থ সংস্থা ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের (United Spirits Ltd) ম্যানেজিং ডিরেক্টর ও সিইও প্রবীণ সোমেশ্বর জানিয়েছেন, ‘রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (Royal Challengers Sports Pvt Ltd) ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মূল্যবান ও কৌশলগত সম্পদ। কিন্তু এটা মূল ব্যবসার অংশ নয়। ভারতে ব্যবসা খতিয়ে দেখার জন্যই এই পদক্ষেপ নিয়েছে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড ও ডিয়াজিও। ভারতে দীর্ঘদিন ধরে যাঁরা এই সংস্থার সঙ্গে যুক্ত, তাঁদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। সবার স্বার্থের কথা মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরসিবি-র নতুন কর্ণধার কোন সংস্থা?

কোন সংস্থা আরসিবি-র নতুন কর্ণধার হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে একাধিক সংস্থা ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে বলে জানা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) এক বেসরকারি বিনিয়োগকারী সংস্থা, আদানি গ্রুপ (Adani Group), জেএসডব্লু গ্রুপ (JSW Group), সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India), দেবযানী ইন্টারন্যাশনাল গ্রুপ (Devyani International Group) আরসিবি-র নতুন কর্ণধার হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এই সংস্থাগুলির মধ্যে কোনও একটি আরসিবি-র নতুন কর্ণধার হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি।
এ বছরই প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের