Bengaluru Tragedy: প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্রিয় দলের এই সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা। কিন্তু এরই মধ্যে ঘটে গেল বিপর্যয়।
Bengaluru Stampede News: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভয়াবহ ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) জয় উদযাপনের সময় পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) আইপিএল ফাইনালে (IPL 2025 Final) পাঞ্জাব কিংসকে (Punjab Kings) হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। এরপর বুধবার বিকেলে বেঙ্গালুরু ফিরে আসেন ক্রিকেটাররা। বিরাট কোহলি (Virat Kohli) এবং তাঁর সতীর্থদের বিমানবন্দরে সাদর অভ্যর্থনা জানানো হয়। খোলা বাসে ভিকট্রি প্যারেডের অনুমতি দেয়নি বেঙ্গালুরু পুলিশ। তবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিপর্যয় ঘটে যায়। পদপিষ্টের ঘটনার পর আরসিবি দল হোটেলে ফিরে যায়। সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়।

ঠিক কী হয়েছিল?
বুধবার বিকেলে এম চিন্নাস্বামী স্টেডিয়াম আরসিবি সমর্থকদের দখলে চলে গিয়েছিল। অনেকে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হাজার হাজার মানুষের ভিড় জমেছিল। সবাই ক্রিকেটারদের এক ঝলক দেখার চেষ্টা করছিলেন। পুলিশ ভিড় নিয়ন্ত্রণের জন্য হালকা বল প্রয়োগ করে। লাঠিচার্জ করে এবং গেট বন্ধ করে দেয়। এই সময় লোকজন দেওয়াল টপকে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে। এর ফলে বেশ কয়েকজন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)।
কর্ণাটক বিধানসভায় ক্রিকেটারদের সংবর্ধনা
প্রথমে বিজয় মিছিলের জন্য ক্রিকেটারদের খোলা বাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বেঙ্গালুরুর কুখ্যাত যানজটের কথা মাথায় রেখে তা করা হয়নি। বিধানসভা চত্বরে ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। এরপর টিম বাসে চড়ে ক্রিকেটারদের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক ঘটনার কারণে আরসিবি সদস্যদের হোটেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। উৎসব শোকে পরিণত হওয়ায় সবাই ব্যথিত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


