T-20 World Cup: সেমিতে ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার ইংল্যান্ডের, কিন্তু কেন?

বিশ্বকাপে অস্ট্রেলিয়া (Australia) বধ ভারতের। আর সেমিফাইনালে, সামনে এবার ইংল্যান্ড (England)। আগামী ২৭ জুন বৃহস্পতিবার, গায়ানায় মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England T20 World Cup 2024)। তার আগেই হুঙ্কার দিল ইংল্যান্ড। 

বিশ্বকাপে অস্ট্রেলিয়া (Australia) বধ ভারতের। আর সেমিফাইনালে, সামনে এবার ইংল্যান্ড (England)। আগামী ২৭ জুন বৃহস্পতিবার, গায়ানায় মুখোমুখি হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড (India vs England T20 World Cup 2024)। তার আগেই হুঙ্কার দিল ইংল্যান্ড।

চলতি টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup), সেমিতে (Semi-Final) ইংল্যান্ডের সামনে টিম ইন্ডিয়া (Team India)। আর তার আগেই ভারতকে খোঁচা দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB)। তারা মনে করিয়ে দিলেন আগের বিশ্বকাপের কথা। গতবার টি-২০ বিশ্বকাপে, এই দুই দল মুখোমুখি হয়। সেইবার ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় টিম ইন্ডিয়া

Latest Videos

আর এই সেমিফাইনালের আগে সেই প্রসঙ্গই আরও একবার মনে করিয়ে দিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় লিখেছে, “প্রত্যেকেই তো জানে যে গতবার কী হয়েছিল?” কার্যত ভারতকে খোঁচা দিলেন ব্রিটিশরা। এবার কি সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারবে ভারত? সোমবার, অস্ট্রেলিয়াকে (India vs Australia T20 World Cup) হারিয়ে শেষ চারে পৌঁছে গেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)।

আর এই ম্যাচে কার্যত বিধ্বংসী ব্যাটিং করেন রোহিত। দলের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক হিসেবে যে দায়িত্ব নেওয়া উচিৎ, তাই করে দেখালেন তিনি। কখনও কভার ড্রাইভ তো কখনও আবার স্টেপ আউট করে এসে হেলায় বলকে সোজা মাঠের বাইরে পাঠাচ্ছিলেন রো‘হিট’ ম্যান। খেললেন ৪১ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস। একটুর জন্য হাতছাড়া করলেন শতরান।

কিন্তু সেই দুরন্ত জয়ের পর এবার তাদের সামনে ইংল্যান্ড। আর সেই ম্যাচে নামার আগেই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে কার্যত হুঙ্কার দেওয়া হল।

কিন্তু নিঃসন্দেহে গতবারের সেই সেমিফাইনাল ভুলতে চাইবেন ভারতের ক্রিকেটভক্তরা। সেই ম্যাচে ইন্ডিয়া ১৬৯ রান তুলেছিল। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ৬৩ এবং বিরাট কোহলি (Virat Kohli) ৫০ রান করেন। তবে ব্যাট করতে নেমে অ্যালেক্স হেলস (Alex Hales) এবং জস বাটলার (Jos Buttler) ভারতীয় বোলারদের কার্যত দুরমুশ করে দেন। মাত্র ১৬ ওভারেই, ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। আর এবার আবারও সেই সেমিতেই মুখোমুখি ভারত বনাম ইংল্যান্ড। এবার কি হবে? উত্তর দেবে সময়।

 

 

আরও পড়ুনঃ

T-20 World Cup: যোগ্য জবাব রোহিতদের! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee