সংক্ষিপ্ত

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সোমবার, সেন্ট লুসিয়াতে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া। এই ম্যাচে ২৪ রানে জয়ী ভারত। 

টি-২০ ক্রিকেট বিশ্বকাপে (T-20 Cricket World Cup 2024) মহারণ। সোমবার, সেন্ট লুসিয়াতে (Saint Lucia) সুপার এইটের (Super Eight) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia T20 World Cup 2024)। এই ম্যাচে ২৪ রানে জয়ী ভারত। 

টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে ভারতীয় ক্রিকেট দল।

যদিও শুরুতেই বিপাকে পড়ে ভারত (India)। বিরাটের (Virat Kohli) উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় টিম ইন্ডিয়া। শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান কোহলি। কিন্তু হাল ধরেন দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঋষভ পন্থ (Rishabh Pant)। মাঝে বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। কিন্তু তারপর আবার ম্যাচ শুরু হয়।

আর এই ম্যাচে কার্যত বিধ্বংসী ব্যাটিং করেন রোহিত। দলের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক হিসেবে যে দায়িত্ব নেওয়া উচিৎ, তাই করে দেখালেন তিনি। কখনও কভার ড্রাইভ তো কখনও আবার এগিয়ে এসে হেলায় বলকে সোজা মাঠের বাইরে পাঠাচ্ছিলেন রো‘হিট’ ম্যান। খেললেন ৪১ বলে ৯২ রানের দুরন্ত ইনিংস। একটুর জন্য হাতছাড়া করলেন শতরান।

সেইসঙ্গে, পন্থের সংগ্রহে ১৫ রান। অন্যদিকে, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং শিবম দুবেও (Shivam Dube) যোগ্য সঙ্গত করেন দলকে। সূর্যকুমার করেন ১৬ বলে ৩১ রান। তবে ভারতের দুটি ক্যাচ ফেলে অস্ট্রেলিয়া। এই ম্যাচে শিবম দুবে করেন ২৮ রান।

অন্যদিকে, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৯ রানে এবং হার্দিক পান্ডিয়া ২৭ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৫ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট পান মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। রোহিত এবং সূর্যকুমার, দুজনকেই আউট করেন মিচেল স্টার্ক। বলা যেতে পারে, এই ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ উইকেটই নেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে বেকায়দায় পড়ে অস্ট্রেলিয়াও। ডেভিড ওয়ার্নার ফিরে যান মাত্র ৬ রানে। কিন্তু হাল ধরেন অধিনায়ক মিচেল মার্শ (Mitchell Marsh) এবং ট্রেভিস হেড (Travis Head)। যদিও মার্শের ক্যাচ মিস করে ভারত।

আর এরপরই ক্রমশ ভয়ঙ্কর হতে শুরু করেন এই দুই অজি ব্যাটার। মার্শকে থামান কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তাঁর বলে অক্ষর প্যাটেলের (Axar Patel) হাতে ক্যাচ দিয়ে ৩৭ রানে ফিরে যান মিচেল মার্শ। সবথেকে বড় বিষয়, বাউন্ডারিতে দাঁড়িয়ে কার্যত একহাতে নিজেকে শূন্যে ছুঁড়ে দুরন্ত ক্যাচ নেন অক্ষর।

কিন্তু ফের একবার অজিরা ম্যাচে জাঁকিয়ে বসতে শুরু করে। আর সেখানেই আবার আঘাত হানেন সেই কুলদীপ। গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ফেরান মাত্র ২০ রানে। তবে ট্রেভিস হেডের প্রশংসা করতেই হয়। তাঁর ঝুলিতে ৪৩ বলে ৭৬ রানের লড়াকু ইনিংস।

ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ভারত। স্টয়নিসকে মাত্র ২ রানে ফেরান অক্ষর, স্মার্ট ক্যাচ নেন হার্দিক (Hardik Pandya)। আর অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি বোধহয় পুঁতে দেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ট্রেভিস হেডকে ফেরান তিনি।

তবে সেখানেই শেষ নয়। ম্যাথু ওয়েডকে (Matthew Wade) শূন্য রানে আউট করেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। এক্ষেত্রেও একটি অসাধারণ ক্যাচ নেন কুলদীপ। যে খেলায় একসময় মনে হচ্ছিল যে, অজিরা হয়ত ম্যাচ বের করে নিয়ে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, কার্যত সেই অস্ট্রেলিয়ার হাত থেকেই ম্যাচ বের করে নিয়ে আসল টিম ইন্ডিয়া (india vs australia t20 world cup 2024)।

শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং এবং ২ উইকেট পান কুলদীপ যাদব।

অজিদের ২৪ রানে হারিয়ে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহিতরা। ম্যাচের সেরা ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

আরও পড়ুনঃ

T-20 World Cup: দুরন্ত রোহিত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়ল ভারত

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।