Women's Premier League 2026: শুক্রবার শুরু হয়ে গেল উইমেনস প্রিমিয়ার লিগের চতুর্থ মরসুমের খেলা। উদ্বোধনী ম্যাচেই দুর্দান্ত লড়াই দেখা গেল। পরের ম্যাচগুলিতেও একইরকম লড়াই দেখা যাবে বলে আশায় দর্শকরা।
KNOW
Mumbai Indians Women vs Royal Challengers Bengaluru Women: উইমেনস প্রিমিয়ার লিগের (Women's Premier League 2026) চতুর্থ মরসুমের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে তিন উইকেটে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ বলে বাউন্ডারি মেরে আরসিবি-কে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) অলরাউন্ডার নাদিন ডে ক্লার্ক (Nadine de Klerk)। শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-র দরকার ছিল ১৮ রান। বোলিং করতে যান ইংল্যান্ডের তারকা ন্যাট স্কিভার-ব্রান্ট (Nat Sciver-Brunt)। তাঁর প্রথম দুই বলে রান করতে পারেননি ডে ক্লার্ক। ফলে মুম্বই ইন্ডিয়ানসের জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। কিন্তু এরপরেই ম্যাচের রং বদলে যায়। তৃতীয় বলে ওভার-বাউন্ডারি মারেন ডে ক্লার্ক। তিনি চতুর্থ বলে বাউন্ডারি মারেন। পঞ্চম বলে ফের ওভার-বাউন্ডারি। তারপর শেষ বলে বাউন্ডারি মেরে আরসিবি-কে জেতান ডে ক্লার্ক। তিনি ৪৪ বল খেলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। কার্যত একাই লড়াই করে প্রথম ম্যাচে আরসিবি-কে জয় এনে দিলেন ডে ক্লার্ক।
ভালো শুরু করতে পারলেন না হরমনপ্রীতরা
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বই ইন্ডিয়ানস ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) করেন ২০ রান। সজীবন সাজনা (Sajeevan Sajana) সর্বাধিক ৪৫ রান করেন। নিকোলা কেরি (Nicola Carey) করেন ৪০ রান। জি কমলিনী (G Kamalini) করেন ৩২ রান। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স দেখান ডে ক্লার্ক। তিনি ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন।
ব্যর্থ স্মৃতি-রিচা
আরসিবি অধিনায়ক স্মৃতি ১৮ রান করেন। রিচা ঘোষ (Richa Ghosh) ৬ রান করেন। অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy) ২০ রান করেন। ভারতীয় ব্যাটাররা বড় রান না পেলেও, আরসিবি-র জয় পেতে সমস্যা হল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


