বিরতির পর শুরু অনুশীলন, নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল
- FB
- TW
- Linkdin
কয়েকদিনের বিরতির পর শনিবার ফের অনুশীলন শুরু করে দিলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের পর কয়েকদিন ছুটি পেয়েছিলেন সৌভিক চক্রবর্তীরা। শনিবার ফের তাঁরা অনুশীলন শুরু করে দিলেন।
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে প্রায় ৭১ মিনিট ৯ জন খেলে ড্র করেছে ইস্টবেঙ্গল
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচের ৩০ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেন নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিং। ফলে দ্বিতীয়ার্ধের সংযোজিত ১০ মিনিট-সহ প্রায় ৭১ মিনিট ৯ জনে খেলেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
চলতি আইএসএল-এ ৭ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে এখনও সবার শেষে ইস্টবেঙ্গল
চলতি আইএসএল-এ টানা ৬ ম্যাচে হেরে যাওয়ার পর মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে ইস্টবেঙ্গল।
ফিটনেস সমস্যা মিটিয়ে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ইস্টবেঙ্গলের উইং ব্যাক প্রভাত লাকড়া
দুই উইং ব্যাক প্রভাত লাকড়া ও নিশু কুমার চোটের জন্য মাঠের বাইরে থাকায় সমস্যায় পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে এই দুই উইং ব্যাকই এখন ফিট হয়ে গিয়েছেন।
ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে সাফল্য পাওয়া শুরু করেছেন অস্কার ব্রুজোঁ
ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর কলকাতা ডার্বিতে হার দিয়ে শুরু করেন অস্কার ব্রুজোঁ। তবে ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে তিনি সাফল্য পাচ্ছেন।
ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে আইএসএল-এ প্রথম জয়ের খোঁজে অস্কার ব্রুজোঁ
ইস্টবেঙ্গলের প্রধান কোচ হওয়ার পর আইএসএল-এ এখনও জয় পাননি অস্কার ব্রুজোঁ। নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে জয়ই তাঁর লক্ষ্য।
শনিবার বিকেলে ইস্টবেঙ্গলের অনুশীলনে সব ফুটবলারকে পাননি অস্কার ব্রুজোঁ
আনোয়ার আলি ও জিকসন সিং জাতীয় দলে যোগ দিয়েছেন। চোটের জন্য মাঠের বাইরে হেক্টর ইয়ুস্তে। ফলে কয়েকজন ফুটবলারকে ছাড়াই অনুশীলন শুরু করে দিলেন অস্কার ব্রুজোঁ।
নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে উইং নিয়ে নতুন পরিকল্পনা অস্কার ব্রুজোঁর
গত ম্যাচে লাল কার্ড দেখায় নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে পারবেন না নন্দকুমার শেখর ও নাওরেম মহেশ সিং। ফলে উইংয়ে পি ভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করতে পারেন অস্কার ব্রুজোঁ।
নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের প্রস্তুতির জন্য দেড় সপ্তাহেরও বেশি সময় পাচ্ছে ইস্টবেঙ্গল
২৯ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ফলে দলকে ফের গুছিয়ে নেওয়ার সময় পাচ্ছেন অস্কার ব্রুজোঁ।
সেন্টার ব্যাক থেকে উইং ব্যাক হয়ে গিয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন লালচুংনুঙ্গা
চলতি মরসুমের শুরুতে ভালো পারফরম্যান্স দেখাতে পারছিলেন না ইস্টবেঙ্গলের ডিফেন্ডার লালচুংনুঙ্গা। তবে তিনি এখন ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁকে উইং ব্যাক হিসেবে ব্যবহার করছেন অস্কার ব্রুজোঁ।