মেসিকে কটূক্তি, গ্যালারি থেকে জলের বোতল দর্শকদের, ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার

Published : Nov 18, 2024, 04:29 PM ISTUpdated : Nov 18, 2024, 04:48 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

প্যারাগুয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এই ঘটনায় বিড়ম্বনার মুখে পড়েছে প্যারাগুয়ের ফুটবল সংস্থা।

প্যারাগুয়েতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে গিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে যে পরিস্থিতিতে পড়তে হয়েছে, তার জন্য ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর অ্যালডেরেটে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘প্রিয় লিও মেসি, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, তোমার দিকে কোনও একজন বোতল ছুড়েছে, তার জন্য আমি আমার দেশের পক্ষ থেকে ক্ষমা চাইছি। তুমি কোটি কোটি মানুষের কাছে আদর্শ। সারা বিশ্বে তোমার অনুরাগী ছড়িয়ে আছে। তোমার প্রতি যে অসম্মানজনক আচরণ করা হয়েছে, তার জন্য আমাদের খুব খারাপ লাগছে। তোমার প্রতি আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ আছে, তার প্রতিফলন ঘটেনি।’

প্যারাগুয়ে ফুটবল সংস্থার পদক্ষেপে বিতর্ক

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্যারাগুয়ে-আর্জেন্টিনা ম্যাচ শুরু হওয়ার আগেই বিতর্ক তৈরি হয়। প্যারাগুয়ে ফুটবল সংস্থার পক্ষ থেকে কড়া নির্দেশ জারি করা হয়, কোনও দর্শকই আর্জেন্টিনার জার্সি পরে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না। এমনকী, আর্জেন্টিনার ফুটবলাররা যে ক্লাবগুলিতে খেলেন, সেই ক্লাবের জার্সিতে যদি সংশ্লিষ্ট ফুটবলারদের নাম ও জার্সি নাম্বার লেখা থাকে, তাহলে সেই জার্সি পরেও স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। এই নির্দেশ পালন করার জন্য ব্যবস্থা নেন নিরাপত্তারক্ষীরা।

কর্নার কিকের সময় মেসিকে হেনস্থা

প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কর্নার কিক নিতে যান মেসি। সেই সময় গ্যালারি থেকে এক দর্শক পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি তুলে ধরে মেসিকে উত্যক্ত করেন। এরপর এক দর্শক মেসির দিকে জলের বোতল ছুড়ে দেন। মেসি মাথা নেড়ে হতাশা প্রকাশ করেন। তিনি পা দিয়ে জলের বোতল মাঠের বাইরে সরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। মেসির অনুরাগীরা এই ঘটনার তীব্র সমালোচনা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুবাদে নতুন গৌরবের সুযোগ, ফের বিশ্বজয়ের লড়াইয়ে মেসি

ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি

বিনোদনের মাধ্যমে শিকড়ে ফিরছেন, মায়ামিতে খেলার মাঝেই হলিউডের প্রযোজক লিওনেল মেসি

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?