যুবভারতীতে জমায়েত রুখতে ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি পুলিশের, প্রতিবাদে অনড় ফুটবলপ্রেমীরা

সারা বিশ্বে অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার ফুটবল। ব্রিটিশ আমল থেকেই কলকাতা ফুটবলও প্রতিবাদের মঞ্চ। এবার আর জি করের ঘটনা নিয়েও প্রতিবাদ জানাচ্ছেন ফুটবলার, ফুটবলপ্রেমীরা।

Soumya Gangully | Published : Aug 18, 2024 9:49 AM IST / Updated: Aug 18 2024, 04:20 PM IST

কলকাতা ডার্বি বাতিল করেও প্রতিবাদের স্বর স্তব্ধ করা যায়নি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গেটের বাইরে জমায়েতের ডাক দিয়েছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি কলকাতা ডার্বি বাতিলেরও প্রতিবাদ জানাতে তৈরি ফুটবলপ্রেমীরা। কিন্তু এই জমায়েত রুখতে মরিয়া বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার সাংবাদিক বৈঠকে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, 'ফুটবলপ্রেমীদের ভিড়ে মিশে অশান্তি পাকানোর চেষ্টা করছে কিছু গোষ্ঠী। আমরা অনেক তথ্য পেয়েছি। আমরা তদন্ত চালাচ্ছি। আজ যদি ডার্বি হত তাহলে অশান্তির পরিকল্পনা ছিল। আমরা সবাইকে চিহ্নিত করার চেষ্টা করছি। পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।'

যুবভারতীতে ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি

Latest Videos

বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ফুটবলপ্রেমীরা হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই এখানে আসছেন। প্রতিবাদ জানাতে চাইছেন। কিন্তু আজকের প্রতিবাদে কিছু বিশৃঙ্খল লোক ঢুকে হিংসা ছড়ানোর চেষ্টা করতে পারে। এই কারণে আমি সবাইকে অনুরোধ করব, স্টেডিয়ামে আসবেন না।’ পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। বিধানননগর পুলিশ কমিশনারেট দাবি করছে, শান্তিপূর্ণ বিক্ষোভে আপত্তি নেই। কিন্তু একইসঙ্গে ফুটবলপ্রেমীদের জমায়েতেও আপত্তি জানানো হচ্ছে। ফলে অনেকেই দ্বিচারিতার অভিযোগ আনছেন।

ফুটবলপ্রেমীদের ফোন করে হুমকি পুলিশের

বেশ কয়েকজন ফুটবলপ্রেমী অভিযোগ করেছেন, পুলিশের পক্ষ থেকে তাঁদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাঁরা যাতে সল্টলেকে জমায়েতে যোগ না দেন, সে কথা বলা হচ্ছে। কিন্তু প্রতিবাদী ফুটবলপ্রেমীরা একত্রিত হতে মরিয়া। অনেকেই নির্দিষ্ট সময়ে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হওয়ার চেষ্টা করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

উড়ে গেল ফেসবুক প্রোফাইল, আর জি কর নিয়ে প্রতিবাদের মাসুল দিতে হল সৌভিক চক্রবর্তীকে!

'দুই গ্যালারি এক স্বর, জাস্টিস ফর আর জি কর,' রবিবার যুবভারতীতে একসঙ্গে প্রতিবাদ ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের

'বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে,' আর জি কর নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

Share this article
click me!

Latest Videos

'স্বাস্থ্য মন্ত্রী সহ পুরো দফতর এবার জেলে যাবে' বিস্ফোরক শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari News
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
পুলিসের সামনেই চলে অরাজকতা! যা হল দেখুন | Nadia News Today
বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র