সংক্ষিপ্ত

রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছে। কিন্তু আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ বন্ধ হচ্ছে না।

রবিবার বিকেল পাঁচটায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিআইপি গ্যালারির সামনে একত্রিত হচ্ছেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হবেন দুই দলের সমর্থকরা। এই প্রতিবাদে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদেরও সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ফুটবলপ্রেমীরা সল্টলেক থেকে আর জি কর হাসপাতাল পর্যন্ত মিছিলেরও ডাক দিয়েছেন। ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের দাবি, পুলিশ বাধা দিতে এলেও তাঁরা প্রতিবাদে অনড় থাকবেন। কলকাতা ডার্বি হলে গ্যালারিতে যে প্রতিবাদের কথা ছিল, পথে নেমে সেই একই প্রতিবাদ জানাচ্ছেন লাল-হলুদ ও সবুজ-মেরুন সমর্থকরা। কলকাতা ডার্বি বাতিল হওয়ায় সব ফুটবলপ্রেমীই ক্ষুব্ধ। তাঁরা পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন।

প্রতিবাদে সরব ফুটবলাররাও

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন ইস্টবেঙ্গলের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী, গোলকিপার দেবজিৎ মজুমদার, কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার প্রীতম কোটালের মতো ফুটবলাররা। ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরাও আর জি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। সমাজের সব ক্ষেত্রের মানুষই মহিলা চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার চালিয়ে খুনের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন।

আর জি করের জন্য এক ইস্টবেঙ্গল-মোহনবাগান

ইস্টবেঙ্গলমোহনবাগান সমর্থকরা চিরকালীন দ্বন্দ্ব, লড়াইয়ের কথা ভুলে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে একজোট হয়েছেন। সবাই ন্যায়বিচারের দাবিতে সরব। কলকাতা ডার্বি হলে গ্যালারিতে প্রতিবাদ জানানোর পরিকল্পনা ছিল দুই দলের সমর্থকদের। কিন্তু তাঁরা সেই সুযোগ পেলেন না। তবে তাতে দমতে নারাজ বাংলার ফুটবলপ্রেমীরা। অতীতে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের মার খেয়েছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে তাতে কেউ ভয় পাচ্ছেন না। রবিবার তাঁরা ফের পথে নামছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে,' আর জি কর নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট?

রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল, কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম?