আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে সরব হয়েছেন দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী, প্রীতম কোটাল, প্রবীর দাসের মতো ফুটবলাররা সরব হয়েছেন। বাংলার ফুটবলপ্রেমীরাও প্রতিবাদে সরব হয়েছেন।

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নৃশংস ঘটনার প্রতিবাদ করে বিপাকে ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই ফুটবলারের ইনস্টাগ্রাম প্রোফাইল দেখা যাচ্ছে। কিন্তু ইনস্টাগ্রাম থেকেও আর জি কর সংক্রান্ত পোস্ট মুছে ফেলেছেন সৌভিক। তাঁর পোস্ট অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই পোস্টে সৌভিক লেখেন, 'ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে। আমরা চাই, একজন সন্তান হিসেবে, কোনো মায়ের কোল খালি না থাকুক। তাই ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত, যত কঠিনই বাধা আসুক, আমরা থামব না। #RGKAR #WeWantJustice.' প্রকাশ্যে প্রতিবাদ জানানোয় এই ফুটবলাকে সাধুবাদ জানাচ্ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সৌভিকের ফেসবুক প্রোফাইল ও পোস্ট উড়ে গেল।

রবিবারের কলকাতা ডার্বি বাতিল

ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে আর জি কর নিয়ে প্রতিবাদে সামিল হওয়ার পরিকল্পনা করেছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রতিবাদের কথা ঘোষণা করা হয়। এরপরেই কলকাতা ডার্বি বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ম্যাচের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব নয়। শুধু কলকাতা ডার্বিই নয়, চলতি ডুরান্ড কাপে কলকাতায় ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের আর কোনও ম্যাচ হচ্ছে না।

ফুটবল মাঠে আর জি করের আঁচ

এখন শুধু কলকাতা, বাংলাই নয়, সারা দেশে আর জি কর নিয়ে আলোচনা চলছে। অসংখ্য মানুষ এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। ফুটবলপ্রেমীরাও প্রতিবাদে সামিল হয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'দুই গ্যালারি এক স্বর, জাস্টিস ফর আর জি কর,' রবিবার যুবভারতীতে একসঙ্গে প্রতিবাদ ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের

'বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে,' আর জি কর নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল, কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম?