Copa America: টাইব্রেকার মিস মেসির, এমিলিয়ানোর বিশ্বস্ত হাতের সৌজন্যে কোপা আমেরিকার সেমি-ফাইনালে আর্জেন্টিনা

Published : Jul 05, 2024, 08:42 AM ISTUpdated : Jul 05, 2024, 09:11 AM IST
Emiliano Martinez

সংক্ষিপ্ত

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারল না আর্জেন্টিনা। সারা বিশ্বে ছড়িয়ে থাকা সমর্থকরা আর্জেন্টিনার খেলা দেখে হতাশ।

এক বিজ্ঞাপনে বলা হয়, 'চোখ বন্ধ করে ভরসা করা যায়।' আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সম্পর্কে একই কথা বলা যায়। বিশেষ করে টাইব্রেকারে তাঁর উপর ভরসা না করাই অন্যায়। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধেও এমিলিয়ানোর নৈপুণ্যে টাইব্রেকারে জয় পেল আর্জেন্টিনা। টাইব্রেকারে লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হন। তা সত্ত্বেও ৪-২ গোলে জয় পেল আর্জেন্টিনা। টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্টিয়েল ও নিকোলাস ওটামেন্ডি। ইকুয়েডরের হয়ে গোল করেন জন ইবোয়া ও জর্ডি কাইসেডো। গোল করতে ব্যর্থ হন অ্যাঞ্জেল মেনা ও অ্যালান মিন্ডা। এর আগে নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। ৩৫ মিনিটে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে সমতা ফেরান কেভিন রডরিগেজ। এরপর টাইব্রেকারে বাজিমাত করে আর্জেন্টিনা।

খারাপ খেলেও জয় আর্জেন্টিনার

চলতি কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাচ্ছিল আর্জেন্টিনা। কিন্তু ইকুয়েডরের বিরুদ্ধে মেসিদের প্রত্যাশিত ছন্দে দেখা গেল না। টাইব্রেকারের মতোই নির্ধারিত সময়েও যদি এমিলিয়ানো ত্রাতা হয়ে না দাঁড়াতেন, তাহলে বড় ব্যবধানে হারতে পারত আর্জেন্টিনা। একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী গোলকিপার। বিশ্বকাপ ফাইনালের মতোই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালেও আর্জেন্টিনার পতন রোধ করলেন এমিলিয়ানো

পেনাল্টি নষ্টে ডুবল ইকুয়েডর

ইকুয়েডরের অন্যতম ভরসা এনার ভ্যালেন্সিয়া ৬২ মিনিটে পেনাল্টি নষ্ট না করলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হত। ভ্যালেন্সিয়ার শটের নাগাল পাননি এমিলিয়ানো। কিন্তু পোস্টে লেগে ফিরে আসে বল। ফলে স্বস্তি পায় আর্জেন্টিনা। শেষমুহূর্তে ম্যাচে সমতা ফিরলেও, এমিলিয়ানোর অভিজ্ঞতা গতবারের চ্যাম্পিয়নদের এবারও কোপা আমেরিকার সেমি-ফাইনালে পৌঁছে দিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Copa America: কলম্বিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

England Vs Slovakia: স্লোভাকিয়ার স্বপ্নভঙ্গ, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

Germany Vs Denmark: ডেনমার্কের বিরুদ্ধে অনায়াস জয়, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?