লিভারপুল ছাড়লেন ডারউইন নুনেজ, এবার খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিপক্ষে

Published : Aug 10, 2025, 11:06 AM ISTUpdated : Aug 10, 2025, 11:22 AM IST
Liverpool FC

সংক্ষিপ্ত

Liverpool FC: গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2024-25) চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। নতুন মরসুমেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে 'রেডস'। তবে এরই মধ্যে দল ছাড়লেন লাতিন আমেরিকার তারকা। যদিও তাতে লিভারপুলের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

DID YOU KNOW ?
চ্যাম্পিয়ন লিভারপুল
গত মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। সেই দলে ছিলেন ডারউইন নুনেজ। এবার তিনি দল ছাড়লেন।

Saudi Pro League: ইউরোপ (Europe) ছেড়ে সৌদি প্রো লিগে পাড়ি জমালেন আরও এক তারকা ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League 2024-25) চ্যাম্পিয়ন দল লিভারপুল (Liverpool) ছেড়ে আল-হিলালে (Al Hilal) যোগ দিলেন উরুগুয়ের (Uruguay) স্ট্রাইকার ডারউইন নুনেজ (Darwin Nunez)। রবিবার তাঁর দলবদলের কথা জানা গিয়েছে। সৌদি প্রো লিগের এই ক্লাবের সঙ্গে নুনেজের তিন বছরের চুক্তি হয়েছে। দলবদল করে ৫৩ মিলিয়ন ইউরো পাচ্ছেন এই স্ট্রাইকার। ২০২২ সালে লিভারপুলে যোগ দেন নুনেজ। তিনি যখন প্রথমবার অ্যানফিল্ডে (Anfield) পা রাখেন, তখন তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল। পর্তুগালের (Portugal) ক্লাব বেনফিকার (Benfica) হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান নুনেজ। তবে লিভারপুলের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি এই স্ট্রাইকার। এই কারণেই তিনি দল ছাড়ায় লিভারপুল সমর্থকরা অখুশি নন।

লিভারপুলের হয়ে কেমন পারফরম্যান্স নুনেজের?

লিভারপুলের হয়ে ১৪৩ ম্যাচ খেলে ৪০ গোল করেছেন নুনেজ। তবে তিনি খুব কম ম্যাচেই প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছেন। গত মরসুমে মাত্র আট ম্যাচে প্রথম একাদশে খেলার সুযোগ পান এই স্ট্রাইকার। লিভারপুল ম্যানেজমেন্ট ও সমর্থকদের আশা ছিল, বিপক্ষ দলের রক্ষণে আতঙ্ক তৈরি করবেন নুনেজ। কিন্তু উরুগুয়ের এই স্ট্রাইকার সেটা করতে পারেননি। ফলে তাঁর উপর আর ভরসা রাখতে পারছিল না লিভারপুল। হুগো একিটিকে (Hugo Ekitike), ফ্লোরিয়ান উইর্ৎজ (Florian Wirtz), মিলোস কেরকেজ (Milos Kerkez), জেরেমি ফ্রিমপংয়ের (Jeremie Frimpong) মতো ফুটবলারদের দলে নেওয়া হয়। ফলে দেওয়াল লিখন পড়তে পারছিলেন নুনেজ। নিজের ভবিষ্যতের কথা ভেবেই তিনি দলবদল করলেন।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলবেন নুনেজ

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের (Al-Nassr) হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার তাঁর বিরুদ্ধে খেলবেন নুনেজ। রোনাল্ডো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর অনেক তারকাই এই লিগে যোগ দিয়েছেন। এবার আরও এক তারকা সৌদি প্রো লিগে যোগ দিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫৩
নতুন ক্লাবে যোগ দিয়ে ৫৩ মিলিয়ন ইউরো পাচ্ছেন ডারউইন নুনেজ
লিভারপুল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ।
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?