Diogo Jota dead: সদ্য লিভারপুলকে (Liverpool) ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। পর্তুগালের (Portugal) হয়ে উয়েফা নেশনস লিগও (UEFA Nations League) জিতেছেন। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দিওগো জোটা (Diogo Jota)।
Diogo Jota death news: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগাল (Portugal National Football Team) ও লিভারপুলের (Liverpool) তারকা ফুটবলার দিওগো জোটা (Diogo Jota)। স্থানীয় সময় অনুযায়ী বুধবার রাত ১২টা বেজে ৪০ মিনিটে স্পেনের (Spain) উত্তর-পশ্চিম অংশের জামোরা (Zamora) শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে ছিলেন জোটা ও তাঁর ভাই আন্দ্রে। তাঁরা দু'জনেই প্রাণ হারিয়েছেন। তাঁদের গাড়িতে আগুন ধরে যায়। কোনও যান্ত্রিক ত্রুটি না ধাক্কা লাগার ফলে গাড়িতে আগুন লেগে যায়, তা এখনও স্পষ্ট নয়। মাত্র ১০ দিন আগে বিয়ে করেন জোটা। তাঁদের তিন সন্তান আছে। তিনি স্ত্রী, সন্তানদের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মাত্র ২৮ বছর বয়সে এই ফুটবলারের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা শোকপ্রকাশ করছেন। লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলে জোটার সতীর্থরা মর্মাহত।
জাতীয় দল, ক্লাবের হয়ে সাফল্য
পর্তুগালের জাতীয় দলের হয়ে ২০১৯ সালে প্রথমবার উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) জেতেন জোটা। সেবার অবশ্য দলে থাকলেও, তিনি কোনও ম্যাচে খেলার সুযোগ পাননি। তবে এবারের উয়েফা নেশনস লিগে তিনি খেলার সুযোগ পান। ফাইনালে স্পেনের বিরুদ্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে তিনি মাঠে নামেন। পর্তুগালের সিনিয়র দলের হয়ে ৪৯ ম্যাচ খেলে ১৪ গোল করেন জোটা। তিনি লিভারপুলের হয়েও সাফল্য পেয়েছেন। ২০২৪-২৫ মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ (Premier League) জিতেছে লিভারপুল। এর আগে ২০২৩-২৪ মরসুমে ইংলিশ লিগ কাপ (League Cup) জয়, ২০২১-২২ মরসুমে ইংলিশ লিগ কাপ ও এফএ কাপ (FA Cup) জেতে লিভারপুল। সব সাফল্যের সঙ্গী ছিলেন জোটা। এই উইঙ্গার ২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ১২৩ ম্যাচ খেলে ৪৭ গোল করেন।
জোটার ভাইও ছিলেন ফুটবলার
পথ দুর্ঘটনায় জোটার সঙ্গেই প্রাণ হারানো ভাইও পেশাদার ফুটবলার ছিলেন। তিনি পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব পেনাফিয়েলের (Pennafiel) হয়ে খেলতেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


