Mohamed Salah: একটি জনপ্রিয় হাস্যকৌতূকের অনুষ্ঠানের বিখ্যাত সংলাপ হল 'আপনি থাকছেন স্যার।' মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহর (Mohamed Salah) উদ্দেশ্যে এখন এ কথাই বলছেন লিভারপুল (Liverpool) সমর্থকরা।
Mohamed Salah to stay at Liverpool: কয়েক মাস আগে নিজেই ক্লাব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত বদলে ফেললেন। ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) বিখ্যাত ক্লাব লিভারপুলেই (Liverpool) থাকছেন মিশরের (Egypt) স্ট্রাইকার মহম্মদ সালাহ (Mohamed Salah)। তিনি লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেয়েছেন। ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার চলতি মরসুম শেষ হওয়ার পরেই লিভারপুল ছাড়বেন বলে শোনা যাচ্ছিল। তবে এবার জানা গেল, আপাতত অ্যানফিল্ডেই থাকছেন সালাহ। তবে তিনি কতদিনের জন্য চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন, সে বিষয়ে লিভারপুলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। মিশরের এই স্ট্রাইকার আট বছর ধরে অ্যানফিল্ডে আছেন। জুরগেন ক্লপ লিভারপুলের ম্যানেজার থাকাকালীন এই ক্লাবে যোগ দেন সালাহ। এখন লিভারপুলের ম্যানেজার আর্নি স্লট। তাঁর দলেও অপরিহার্য সদস্য সালাহ। এই কারণেই হয়তো তিনি দলবদল করলেন না।
সৌদি প্রো লিগে যাচ্ছেন না সালাহ
লিভারপুল ছাড়ার পর সালাহ সৌদি প্রো লিগের কোনও ক্লাবে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছিল। তবে শুক্রবার সেই গুঞ্জন শেষ হয়ে গেল। লিভারপুলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক পোস্ট করে জানানো হয়েছে, অ্যানফিল্ডেই থাকছেন সালাহ। এই তারকা স্ট্রাইকার নিজেও এই ক্লাবে থাকতে পেরে খুশি। লিভারপুল ম্যানেজার স্লট জানিয়েছেন, সালাহ তাঁর দলে থেকে যাওয়ায় তিনি খুশি। ক্লাব আরও সাফল্য পাবে বলেই তিনি আশা করছেন।
ফের প্রিমিয়ার লিগ জয়ের পথে লিভারপুল
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ খেলে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ৩১ ম্যাচ খেলে ৬২ পয়েন্ট পেয়েছে। ফলে বিরাট কোনও অঘটন না ঘটলে এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হচ্ছে লিভারপুল। ২৭ গোল করেছেন সালাহ। তিনিই চলতি প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করেছেন। সঙ্গত কারণেই এই স্ট্রাইকারকে ছাড়তে চাইছে না লিভারপুল। সালাহও এই ক্লাবকে আরও সাফল্য এনে দিতে চান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


