সংক্ষিপ্ত

শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপরেই বিশেষ ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা।

২০২৫ সালের ২ জানুয়ারি বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইংরাজি নতুন বছরের প্রথম ম্যাচে সবুজ-মেরুন জনতার জন্য বিশেষ উপহারের কথা ঘোষণা করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। শনিবার কেরালা ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে ম্যাচ দেখতে গিয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার। চলতি বছরে এদিনই শেষ ম্যাচ খেলল সবুজ-মেরুন ব্রিগেড। জয় দিয়ে বছর শেষ হল। ম্যাচ শেষ হওয়ার পর গোয়েঙ্কা বলেন, 'বছরের শেষ ম্যাচে ভালো অভিজ্ঞতা হল। জয় সবসময় ভালো। আমরা নতুনভাবে নতুন বছর শুরু করব। ইতিবাচকভাবে নতুন বছর শুরু করব। আমাদের পরের হোম ম্যাচে কোনও টিকিট থাকবে না। কোনও টিকিটের জন্যই টাকা দিতে হবে না। এটা ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের উপহার। সমর্থকরা আমাদের পাশে থাকুন, সমর্থন করুন, আশীর্বাদ করুন।'

লিগ টেবলের শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট

শনিবার কেরালা ব্লাস্টার্স এফসি-কে হারিয়ে ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত ৮ ম্যাচে জয় পেয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ড্র হয়েছে ২ ম্যাচ এবং হার মাত্র ১ ম্যাচে। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন জেসন কামিংসরা। শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট

 

 

নাটকীয় ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের জয়

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল করে মোহনবাগান সুপার জায়ান্টকে এগিয়ে দেন জেমি ম্যাকলারেন। আশিস রাইয়ের শট ধরতে পারেননি কেরালার গোলকিপার সচিন সুরেশ। তাঁর হাত থেকে ছিটকে আসা বল জালে জড়িয়ে দেন ম্যাকলারেন। ৫১ মিনিটে বিশাল কাইথ ও শুভাশিস বসুর ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান জেসাস জিমেনেজ। ৭৭ মিনিটে ফের ভুল করে বসেন সবুজ-মেরুন গোলকিপার বিশাল। আদ্রিয়ান লুনার ফ্রি-কিক থেকে বক্সে উড়ে আসা বল ধরতে গিয়ে ফস্কান বিশাল। সেই বল জালে জড়িয়ে দেন মিলোস ড্রিনচিচ। ৮৬ মিনিটে সমতা ফেরান জেসন কামিংস। এবারও ভুল করেন সুরেশ। এরপর সংযোজিত সময়ে জয়সূচক গোল করেন আলবার্তো রডরিগেজ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, পিছিয়ে পড়েও শেষমুহূর্তে জোড়া গোল, নাটকীয় ম্যাচে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

মারাত্মক চোট পেয়ে বাকি মরসুমের জন্য ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার! উদ্বেগে লাল-হলুদ শিবির

রেফারি নাগভেঙ্করের 'দংশন', ওড়িশার বিরুদ্ধে হার ১০ জনের ইস্টবেঙ্গলের