সংক্ষিপ্ত
প্রথমবার আইএসএল-এ খেলতে নেমে শুরুটা খারাপ করেনি মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে লিগ যত গড়াচ্ছে, ততই সাদা-কালো ব্রিগেডের পারফরম্যান্স খারাপ হচ্ছে।
আইএসএল-এ মহামেডান স্পোর্টিং ক্লাবের হারের ধারা অব্যাহত। রবিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ফল ১-০। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৯ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন বিক্রম প্রতাপ সিং। মহম্মদ ইরশাদের ভুলে প্রথমার্ধেই ১০ জনে হয়ে যায় মহামেডান স্পোর্টিং। ৩২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পর ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইরশাদ। ফলে ৫৫ মিনিটেরও বেশি সময় ১০ জনে খেলতে হয় আন্দ্রে চেরনিশভের দলকে। এমনিতেই পরপর হেরে দলের আত্মবিশ্বাস তলানিতে, তার উপর পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হওয়ায় কোণঠাসা হয়ে পড়ে মহামেডান স্পোর্টিং। মুম্বই সিটি এফসি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে লালিয়ানজুয়ালা ছাংতেরা গোলের সুযোগ নষ্ট করায় ব্যবধান বাড়েনি।
লিগ টেবলে ৭ নম্বরে মুম্বই সিটি এফসি
মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এল মুম্বই সিটি এফসি। চলতি আইএসএল-এ রবিবার চতুর্থ জয় পেলেন ছাংতেরা। অন্যদিকে, ১১ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১৩ নম্বরেই থেকে গেল মহামেডান স্পোর্টিং। এখনও পর্যন্ত মাত্র ১ ম্যাচেই জয় পেয়েছে সাদা-কালো ব্রিগেড। চলতি আইএসএল-এ ঘরের মাঠে ৬ ম্যাচ খেলেছেন ইরশাদরা। তাঁরা কোনও হোম ম্যাচেই জয় পাননি। মাত্র ১ ম্যাচ ড্র করেছ এবং ৫ ম্যাচে হেরে গিয়েছে মহামেডান স্পোর্টিং।
ছাঁটাই হবেন চেরনিশভ?
মহামেডান স্পোর্টিংয়ের এই হতশ্রী পারফরম্যান্সে প্রধান কোচ চেরনিশভের উপর ক্রমশঃ চাপ বাড়ছে। তিনি যে কোনও দিন চাকরি খোয়াতে পারেন। কোচকে নিয়ে মহামেডান স্পোর্টিংয়ের কর্তা ও ইনভেস্টরদের মধ্যে দ্বন্দ্ব চলছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চোট, ফর্মের অভাব, আইএসএল-এর মাঝপথে ৬ বিদেশি ফুটবলারকে নিয়েই প্রবল সমস্যায় ইস্টবেঙ্গল
'মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের নববর্ষের উপহার,' বিশেষ ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার