'আমরা কোনওদিনই কাজ ও ব্যক্তিগত সম্পর্ককে গুলিয়ে ফেলিনি', রোনাল্ডোকে বাদ দেওয়ার বিষয় মুখ খুললেন কোচ ফার্নান্দো সান্তোস

পর্তুগাল কোচের সঙ্গে রোনাল্ডোর মনোমালিন্যের নানা খবর শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে রোনাল্ডোর মতো এক ফুটবলারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কোচ ফার্নান্দো সান্তোস।

রোনাল্ডোকে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া কৌশলগত সিদ্ধান্ত ব্যাতিত কিছুই নয়, জানালেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। বিশ্বকাপের শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে দেখা যায়নি পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাঁর জায়গায় খেলেছিলেন তরুণ ফুটবলার গনসালো র‍্যামোস। মাঠে নেমেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়ে হ্যাট্রিকও করেন ২১ বছরের র‍্যামোস। শেষ ষোলোর লড়াই ৬-১ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারায় পর্তুগাল। তবে এই ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে চর্চা তুঙ্গে পৌঁছয়। উল্লেখ্য আগে থেকেই পর্তুগাল কোচের সঙ্গে রোনাল্ডোর মনোমালিন্যের নানা খবর শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে রোনাল্ডোর মতো এক ফুটবলারকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়ায় নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কোচ ফার্নান্দো সান্তোস।

মঙ্গলবার রোনাল্ডো প্রসঙ্গে বলতে গিয়ে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস স্পষ্টই জানান এই সিদ্ধান্ত, একেবারেরই ম্যাচের সার্থে নেওয়া কৌশগত সিদ্ধান্ত। এর বাইরে আর কিছু নয়। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের চূড়ান্ত খেলায় রোনাল্ডোর আচরণে তিনি অসন্তোষ প্রকাশ করলেও সেই ঘটনার কোন প্রভাব এই দিনের সিদ্ধান্তে পড়েনি বলেও জানান তিনি। সান্তোস স্পষ্ট জানান 'ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলার এবং অধিনায়ক হিসেবে বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। এই বিষয় আমাদের দল সম্মিলিতভাবে চিন্তা করে তাঁরপর সিদ্ধান্ত নেবে।'

Latest Videos

রোনাল্ডোকে বাদ দেওয়ার বিষয় তিনি প্রশ্ন করায় সান্তোস বলেন,'আমরা বরাবরই খুব ঘনিষ্ঠ। আমি রোনাল্ডোকে ১৯ বছর বয়স থেকে দেখছি। প্রথমে স্পোর্টিংয়ে, তারপর জাতীয় দলে ওঁকে খেলতে দেখেছি। তবে আমি বা রোনাল্ডো কেউই ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে কাজের সম্পর্ককে গুলিয়ে ফেলিনি। ওঁ অবশ্যই দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পাশাপাশি দলের প্রশংসা করে সান্তোস বললেন, 'আমাদের দল নিঃসন্দেহে ভালো ফর্মে আছে।' 

আরও পড়ুন - 

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বদলে প্রথম একাদশে সুযোগ পেয়েই হ্যাটট্রিক র‍্যামোসের

আনফিট কয়েকজন ফুটবলার, পর্তুগালের কাছে সুইৎজারল্যান্ডের হারের অন্যতম কারণ করোনাভাইরাস!

মেসি আমাদের মতোই মানুষ, গোল মিস করতেই পারে, আত্মবিশ্বাসী ডাচ গোলকিপার

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari