সংক্ষিপ্ত

এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস। এই ম্যাচের আগে লিওনেল মেসিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না ডাচ ফুটবলাররা।

লিওনেল মেসিকে অতিমানব বলে মানতে নারাজ নেদারল্যান্ডসের গোলকিপার আন্দ্রিয়েজ নোপার্ট। তিনি কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বলেছেন, 'শুক্রবারের ম্যাচে যদি আমাদের বিরুদ্ধে আর্জেন্টিনা পেনাল্টি পায় এবং মেসি পেনাল্টি মারতে আসে, তাহলে আমি পেনাল্টি বাঁচাতে তৈরি। মেসি আমাদের সবার মতোই। ও আমাদের মতোই মানুষ। সেই কারণে ওকে ভয় পাওয়ার কিছু নেই। খেলার সময় প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। মেসিও গোল মিস করতেই পারে। আমরা এবারের বিশ্বকাপের শুরুর দিকেই সেটা দেখতে পেয়েছি।' গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সে কথাই উল্লেখ করেছেন ডাচ গোলকিপার। তিনি বুঝিয়ে দিয়েছেন, মেসিকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ। নোপার্টের সতীর্থ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকও মেসির প্রশংসা করেছেন। তবে তিনিও মেসিকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না। যদিও নেদারল্যান্ডসের সব ফুটবলারই মেসির দক্ষতার সঙ্গে পরিচিত। সেই কারণে তাঁরা সতর্ক। মেসিকে কোনওরকম সুযোগ দিতে নারাজ তাঁরা।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ডাচরা। গ্রুপে ৩ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই নক-আউটে পৌঁছে যায় নেদারল্যান্ডস। এরপর প্রি-কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ সি-তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে থেকেই নক-আউটে পৌঁছে যায় আর্জেন্টিনা। প্রি-কোয়ার্টার ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। ফলে ২৪ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস লড়াই হতে চলেছে।

এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস দলে সেই অর্থে তারকা বলতে কেউ নেই। তবে যাঁরা আছেন, তাঁরা বেশ কার্যকরী ফুটবল খেলছেন। দারুণ ফর্মে কডি গাকপো। অন্যদিকে, আর্জেন্টিনা দলও বেশ শক্তিশালী। মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লটারো মার্টিনেজরাও দলকে জেতাতে তৈরি। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৩ গোল করেছেন মেসি।

নেদারল্যান্ডসের গোলকিপার নোপার্ট এবারই প্রথম জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ১৯৭৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে অভিষেক হয়েছিল ডিক স্কোয়েনাকেরের। এরপর দ্বিতীয় ডাচ ফুটবলার হিসেবে সরাসরি বিশ্বকাপে অভিষেক হল নোপার্টের। ২৮ বছর বয়সি এই গোলকিপার বেশ ভাল পারফরম্য়ান্স দেখাচ্ছেন। তিনি কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধেও ভাল খেলতে তৈরি। আর্জেন্টিনাও লড়াই করতে তৈরি। ২০১৪ সালের বিশ্বকাপ সেমি ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। এবারও এই ম্যাচ জিততে মরিয়া মেসিরা।

আরও পড়ুন-

মেসি একা নয়, আর্জেন্টিনার সবাইকে নিয়েই ভাবতে হচ্ছে, বললেন ভার্জিল ভ্যান ডাইক

আর কোনও ছোট-বড় দল নেই, বিশ্বকাপের ইতিহাসে সেরা গ্রুপ পর্বের লড়াই, বললেন ফিফা প্রেসিডেন্ট

টাইব্রেকারে নায়ক ইয়াসিন বোনো, স্পেনকে হারিয়ে প্রথমবার কোয়ার্টার ফাইনালে মরক্কো