লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনা যখন তরতরিয়ে এগিয়ে যাচ্ছে, তখন কিছুটা পিছিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার সকালে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামার আগে সাত নম্বরে ছিল সেলেকাও। ফলে ঘরের মাঠে ইকুয়েডরের বিরুদ্ধে জয় পাওয়া অত্যন্ত জরুরি ছিল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলকে জয় এনে দিলেন রিয়াল মাদ্রিদের তারকা রডরিগো। ম্যাচের ৩০ মিনিটের মাথায় অসাধারণ গোল করেন এই উইঙ্গার। লুকাস পাকুয়েতার কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শটে জাল কাঁপিয়ে দেন রডরিগো। বাঁ পায়ে বল রিসিভ করে ডান পায়ে বল নিয়ে অসাধারণ শট নেন এই তারকা। এই দৃষ্টিনন্দন গোলই ব্রাজিলকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জয়ে ফেরাল। গত চার ম্যাচে জয় পায়নি ব্রাজিল। এর মধ্যে শেষ তিন ম্যাচেই হেরে যায় সেলেকাও। এবার জয় এনে দিলেন রডরিগো।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চতুর্থ স্থানে ব্রাজিল
২০২৬ সালের বিশ্বকাপে ৩টি আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি যোগ্যতা অর্জন করেছে। এছাড়া আরও ৪৫টি দল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। লাতিন আমেরিকা থেকে ৬টি দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। এছাড়া আরও একটি দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচের আগে ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে ছিল ব্রাজিল। এদিন জয় পাওয়ার ফলে ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল ব্রাজিল। ৭ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া। ৭ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
বুধবার প্যারাগুয়ের সামনে ব্রাজিল
আগামী বুধবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অষ্টম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জয় পেলে তৃতীয় স্থানে উঠে আসতে পারেন রডরিগোরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মেসিকে ছাড়াই চিলির বিরুদ্ধে সহজ জয়, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে আর্জেন্টিনা
কেরিয়ারের ৯০০-তম গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় পর্তুগালের
বিশ্ব ফুটবলে যুগাবসান, ২১ বছর ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি-রোনাল্ডো