সংক্ষিপ্ত
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চিলিকে ৩-০ উড়িয়ে দিল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটের জন্য চিলির বিরুদ্ধে খেলতে পারেননি লিওনেল মেসি। তা সত্ত্বেও বিশ্বচ্যাম্পিয়নদের জয় পেতে কোনও সমস্যাই হল না। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতে এবং ম্যাচের শেষদিকে গোল করে জয় ছিনিয়ে নিল আর্জেন্টিনা। ৪৮ মিনিটে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান জুলিয়ান আলভারেজ। এরপর সংযোজিত সময়ে তৃতীয় গোল করেন পাওলো ডিবালা। এই জয়ের ফলে লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৭ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ৭ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে চিলি। ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে ব্রাজিল।
চ্যাম্পিয়নের মতোই খেলছে আর্জেন্টিনা
গত কয়েক বছর ধরে বিশ্ব ফুটবল শাসন করছে আর্জেন্টিনা। পরপর কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা জিতেছেন মেসিরা। চোটের জন্য এখন মাঠের বাইরে মেসি। তবে তিনি হয়তো ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসির সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি চিলির বিরুদ্ধে ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর মাঠেই সতীর্থরা তাঁকে বিশেষ সংবর্ধনা জানালেন। মেসি-ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনা যে পারফরম্যান্স দেখাচ্ছে, তাতে ২০২৬ সালের বিশ্বকাপেও তারাই ফেভারিট হিসেবে খেলতে নামবে।
মঙ্গলবার আর্জেন্টিনার সামনে কলম্বিয়া
এবারের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে জয় পান মেসিরা। মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেই কলম্বিয়ার বিরুদ্ধেই খেলতে নামছে আর্জেন্টিনা। অন্য ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে খেলবে চিলি। ভেনেজুয়েলাকে হারিয়ে দিয়েছে বলিভিয়া। ফলে চিলির লড়াই সহজ হবে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
চলতি মরসুম শেষ হলেই লিভারপুল ছাড়ছেন, ৮ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা সালাহর
লা লিগায় প্রথম গোল কিলিয়ান এমবাপের, রিয়াল বেটিসের বিরুদ্ধে সহজ জয় রিয়াল মাদ্রিদের
নতুন ফর্ম্যাটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কঠিন লড়াইয়ে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি