বিশ্বকাপে অনেক বছর ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ হয়নি। ফুটবলপ্রেমীরা এই ম্যাচের অপেক্ষায়। এবারই বহু প্রতীক্ষিত এই ম্যাচ হতে পারে।
আগামী বুধবার, ১৩ ডিসেম্বর ভারতীয় সময় মধ্যরাতে এবারের বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে ব্রাজিল। ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। সেদিনই ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ব্রাজিল ও আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতে যায়, তাহলে সেমি ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। ১৯৯০ সালের বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। প্রি-কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। এরপর আর বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই হয়নি। ফলে তরুণ প্রজন্মের ফুটবলপ্রেমীরা এখনও পর্যন্ত বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখার সুযোগ পাননি। এবার অবশ্য সেই সুযোগ হতে পারে। লিওনেল মেসি-নেইমারের লড়াই যদি সত্যিই হয়, তাহলে বিশ্বজুড়ে উন্মাদনা তৈরি হবে। ব্রাজিল ও আর্জেন্টিনা, ২ দলই দারুণ খেলছে। ফলে সেমি ফাইনালে এই ২ দল মুখোমুখি হলে দুর্দান্ত ম্যাচ হতে পারে।
এবারের বিশ্বকাপে গ্রুপ সি-তে ছিল আর্জেন্টিনা। মেসিদের কাতার বিশ্বকাপ অভিযানের শুরুটা অবশ্য ভালভাবে হয়নি। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যান মেসিরা। পরের ম্যাচে অবশ্য মেক্সিকোকে হারিয়ে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করেন মেসিরা। প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে অসাধারণ খেলে ব্রাজিল। পরের ম্যাচে সুইৎজারল্যান্ডকে হারিয়ে নক-আউটের যোগ্যতা অর্জন করে ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে অবশ্য ক্যামেরুনের কাছে হেরে যায় ব্রাজিল। সার্বিয়ার বিরুদ্ধে চোট পেয়ে গ্রুপের শেষ ২ ম্যাচে খেলতে পারেননি নেইমার। তিনি নক-আউটে দলে ফিরেছেন। ব্রাজিলও প্রি-কোয়ার্টার ফাইনালে অসাধারণ খেলে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে।
কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে জয় পেলে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স, ইংল্যান্ড বা পর্তুগালের মুখোমুখি হতে পারে ব্রাজিল। আর্জেন্টিনাও একইভাবে ফাইনালে উঠতে পারে। ফাইনালে মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াই হলে সেটাও ফুটবলপ্রেমীদের কাছে দারুণ প্রাপ্তি হবে। বিশ্বকাপে এখনও পর্যন্ত মেসি-রোনাল্ডোর লড়াই দেখার সুযোগ হয়নি ফুটবলপ্রেমীদের। ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ফ্রান্স। ২০০৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেয় ফ্রান্স। ফলে এবার যদি ফ্রান্সের মুখোমুখি হয়, তাহলে নেইমারদের সামনে বদলা নেওয়ার সুযোগ থাকবে।
আরও পড়ুন-
প্রকাশ্যে কোচকে তুমুল গালিগালাজ, নক-আউটে খেলতে নামার আগে চাপে রোনাল্ডো
৩ বিশ্বকাপে গোল, প্রি-কোয়ার্টার ফাইনালে পেলে-রোনাল্ডোর নজির স্পর্শ নেইমারের
বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া, অনায়াসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল