প্রকাশ্যে কোচকে তুমুল গালিগালাজ, নক-আউটে খেলতে নামার আগে চাপে রোনাল্ডো

৩ ম্যাচে ১ গোল, অন্যের গোলকে নিজের বলে দাবি করা, কোচের সিদ্ধান্ত মানতে না পেরে প্রকাশ্যে গালিগালাজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হলটা কী? বারবার মেজাজ হারাচ্ছেন কেন? ফর্মে নেই বলে কি চাপে তিনি? এবার তো নক-আউটে নিজেকে প্রমাণ করতে হবে।

Share this Video

গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ভাল খেলতে পারছিলেন না রোনাল্ডো। ৬৫ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন পর্তুগালের কোচ ফেরান্দো স্যান্টোস। এরপরেই তাঁকে গালিলাগাজ করেন রোনাল্ডো। পর্তুগালের সংবাদমাধ্যম এই ঘটনায় বেজায় চটেছে। মঙ্গলবার রোনাল্ডোকে প্রথম একাদশে রাখা উচিত কি না, এ বিষয়ে ফুটবলপ্রেমীদের মতামতও জানতে চাইছে রোনাল্ডোর নিজের দেশের সংবাদমাধ্যম। একমাত্র পারফরম্যান্সের মাধ্যমেই যাবতীয় বিতর্ক ঝেড়ে ফেলতে পারেন রোনাল্ডো। কিন্তু কাতারে এখনও পর্যন্ত তিনি সেটাই করতে পারেননি।

Related Video