
রবিবার থেকে শুরু বিশ্বকাপ ফুটবল। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবলপ্রেমীরা কাতারে পৌঁছতে শুরু করেছেন। কাতারে পা রাখার পরেই তাঁদের বুঝিয়ে দেওয়া হচ্ছে বিশ্বকাপ সংক্রান্ত নিয়মকানুন। অন্যান্যবার বিশ্বকাপের সময় যেরকম খোলামেলা ভাব দেখা যায়, কাতারে সেই ছবিটা একটু আলাদা। এই রক্ষণশীল দেশের নিয়ম মেনেই চলতে হবে দর্শকদের। প্রিয় দল গোল করলে অনেকেই পরনের জার্সি খুলে মাথার উপর ঘোরান। কাতারের গ্যালারিতে কিন্তু সেটা করা চলবে না। কোনও দর্শককেই খালি গায়ে খেলা দেখতে দেওয়া হবে না। একটু বেশি খোলামেলা পোশাক পরাও নিষিদ্ধ। স্যুইমওয়্যার পরা যেতে পারে শুধু হোটেল, সমুদ্রতট ও স্যুইমিং পুলে। কাতার পর্যটন দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'কাতারে পর্যটকদের জন্য পোশাক নিয়ে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু পর্যটকদের স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রকাশ্যে অত্যধিক খোলামেলা পোশাক পরা যাবে না। পুরুষ ও মহিলাদের কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক পরতে হবে।'
কাতারে বিশ্বকাপের সময় মদ্যপান একেবারে নিষিদ্ধ করা হয়নি। তবে কোনও পর্যটকই অন্য দেশ থেকে মদ নিয়ে কাতারে প্রবেশ করতে পারবেন না। ফ্যান জোন ও লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁয় মদ পরিবেশন করা হবে। তবে ২১ বছর বয়স না হলে মদ্যপান করা যাবে না। আসল পরিচয়পত্র দেখিয়ে তবেই মদ্যপানের অনুমতি পাওয়া যাবে। ফ্যান জোনে শুধু বিয়ার পরিবেশন করা হবে। বিয়ারের দাম ৫০ কাতারি রিয়াল, যা ভারতীয় মুদ্রায় ১,১২১.৪৬ টাকা।
কাতারে বিশ্বকাপ উপলক্ষে আসা পর্যটকদের থাকার জন্য ৯০ হাজার ঘর, অ্যাপার্টমেন্ট, তাঁবু, ভিলা, পোর্টাকেবিনের ব্যবস্থা করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ২৫ হাজার ঘর এখনও খালি পড়ে আছে। পোর্টাকেবিনের ভাড়া ভারতীয় মুদ্রায় ১৬,৩৩৬.৩১ টাকা।
হায়া কার্ড থাকলে তবেই দর্শকরা বিশ্বকাপের সময় কাতারে প্রবেশ করতে পারবেন। এই কার্ড থাকলে সরকারি পরিবহণে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন দর্শকরা। এছাড়া সব জায়গা ট্যাক্সি পাওয়া যাবে। সব প্রথমসারির সংস্থার ক্রেডিট ও ডেবিট কার্ড চলবে কাতারে। প্রচুর এটিএম-এর ব্যবস্থাও করা হয়েছে।
কাতারে যাওয়ার আগে কারও করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। কাতারে পৌঁছে কোয়ারেন্টিনেও থাকতে হবে না। কিন্তু কারও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হলে চিকিৎসা সংক্রান্ত সব নিয়ম মেনে চলতে হবে। বিশ্বকাপের সময় ফেস মাস্ক পরে থাকা বাধ্যতামূলক।
আরও পড়ুন-
অবসরের আর বেশিদিন বাকি নেই, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বলে দিলেন মেসি
ব্রাজিলজুড়ে ধরপাকড়, বিক্ষোভ, বিশ্বকাপ নিয়ে আগ্রহই নেই ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকার
শুক্রবার আইএসএল-এ মুখোমুখি ইস্টবেঙ্গল-ওড়িশা, ওড়িশার বিরুদ্ধে গোল না খাওয়ার চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের