রোনাল্ডোর আচরণে একেবারেই খুশি নন, প্রকাশ্যে জানিয়ে দিলেন পর্তুগালের কোচ

মঙ্গলবার রাতে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে পর্তুগাল। তার আগে ফের আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বয়স বাড়ছে, পারফরম্যান্স আগের মতো নেই। সেরা সময় বোধহয় ফেলে এসেছেন। সেই কারণেই কি বারবার মেজাজ হারাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে দল ছেড়েছেন। এবার জাতীয় দলের কোচ ফেরান্দো স্যান্টোসের সঙ্গেও ঝামেলায় জড়ালেন 'সি আর সেভেন'। এবারের বিশ্বকাপে একেবারেই ভাল ফর্মে নেই রোনাল্ডো। ৩ ম্যাচ খেলে তিন মাত্র ১ গোল করেছেন। গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে তাঁকে তুলে নেন পর্তুগালের কোচ। এই সিদ্ধান্ত মানতে না পেরে প্রকাশ্যেই কোচের উদ্দেশ্যে অশালীন শব্দ প্রয়োগ করেন রোনাল্ডো। তাঁর এই আচরণ কারও নজর এড়ায়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময় একটি ম্যাচে শেষদিকে পরিবর্ত হিসেবে নামতে চাননি রোনাল্ডো। সেই ঘটনার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছি। এবার জাতীয় দলের কোচের সিদ্ধান্তেও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করলেন রোনাল্ডো। তিনি কি নিজেকে দলের ঊর্ধ্বে ভাবছেন?

পর্তুগালের কোচ প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, তিনি রোনাল্ডোর আচরণে অসন্তুষ্ট। সাংবাদিক বৈঠকে ফেরান্দো বলেছেন, 'রোনাল্ডো যে আচরণ করেছে, সেটা আমার একেবারেই ভাল লাগেনি। আমি ওর আচরণে মোটেই খুশি নই। পরে অবশ্য আমরা ব্যাপারটা মিটিয়ে নিয়েছি। আমাদের দলের মধ্যেই ব্যাপারটা মিটে গিয়েছে। ওর সঙ্গে আর আমার কোনও ঝামেলা নেই। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষদিকে রোনাল্ডোর সঙ্গে আমার যা হয়েছে, সেই ঘটনা এখন অতীত। আমরা এখন প্রি-কোয়ার্টার ফাইনাল নিয়েই ভাবছি। দলের সবাই এই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত।'

Latest Videos

ম্যান ইউ ছেড়ে এবার সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিচ্ছেন রোনাল্ডো। তিনি বিশ্বকাপ শেষ হওয়ার পর নতুন বছরের শুরুতেই আল-নাসরে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সাংবাদিক বৈঠকে এ বিষয়েও পর্তুগালের কোচকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, 'আমি ওর সঙ্গে এ বিষয়ে কোনও কথা বলিনি। ফুটবলারদের সঙ্গে আমার শেষবার যখন কথা হয়, তখনও আমরা কেউই এ বিষয়ে কিছু জানতাম না। আমি এখানে আসার পরেই জানতে পারলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাবে সই করেছে। এটা ওর নিজের সিদ্ধান্ত। এ ব্যাপারে আমাদের কারও কিছু বলার নেই। ও নিজেই যা করার করবে। আমরা এখানে বিশ্বকাপ এবং আমাদের দল নিয়েই ভাবছি। আমরা এর বাইরে অন্য় কিছু নিয়ে আলোচনা করছি না।'

আরও পড়ুন-

টাইব্রেকারে জাপানকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

কাতারে বিশ্বকাপ ফাইনালে ট্রফি উন্মোচন করবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন

পোল্যান্ড-সেনেগালের বিদায়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
এই সরকার সব তুলে দিয়েছে! ক্লাস টেন পাশ করলেই মোবাইল কেনো আর গেম খেলো : শুভেন্দু | Suvendu Adhikari
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh