শেষমুহূর্তে সিদ্ধান্ত বদল, কাতার বিশ্বকাপে সব স্টেডিয়ামেই নিষিদ্ধ অ্যালকোহল

Published : Nov 18, 2022, 06:37 PM ISTUpdated : Nov 19, 2022, 12:43 AM IST
Qatar stadiums

সংক্ষিপ্ত

কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে জারি করা হল নতুন নিষেধাজ্ঞা। এবার জানিয়ে দেওয়া হল, কোনও স্টেডিয়ামেই বিক্রি করা হবে না অ্যালকোহল।

কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছে ফিফা। এবার বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক দু'দিন আগে কাতার প্রশাসনের নতুন একটি সিদ্ধান্তে বিপাকে পড়ে গেল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। কাতার সরকার জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন কোনও স্টেডিয়ামেই অ্যালকোহলিক বিয়ার বিক্রি করা যাবে না। এর আগে কাতারের দ্য সুপ্রিম কমিটি অল ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি প্রতিশ্রুতি দিয়েছিল, স্টেডিয়ামের বাইরে ফ্য়ান জোন সহ কয়েকটি নির্দিষ্ট জায়গায় বিশ্বকাপ উপলক্ষে আসা দর্শক ও অতিথিদের অ্যালকোহল বিক্রি করা যাবে। কিন্তু শুক্রবার ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে অ্যালকোহল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হল। ফিফার অন্যতম স্পনসর একটি মদ প্রস্তুতকারী সংস্থা। সেই সংস্থাটিকে কাতারে বিশ্বকাপ চলাকালীন শুধু বিয়ার বিক্রি করার অনুমতি দিয়েছিল কাতার প্রশাসন। কিন্তু এবার স্টেডিয়ামে অ্যালকোহলিক বিয়ার বিক্রি নিষিদ্ধ করা হল। ফলে ফিফা ও স্পনসর সংস্থাটি সমস্যায় পড়ে গেল।

এ বছরের সেপ্টেম্বরে কাতার বিশ্বকাপের আয়োজক সংস্থা জানায়, বিশ্বকাপের সময় স্টেডিয়ামে এবং ফ্যান জোনে অ্যালকোহলিক বিয়ার বিক্রি করার অনুমতি দেওয়া হবে। কিন্তু এবার এই সিদ্ধান্ত বদল করা হল। সেপ্টেম্বরে যে সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানানো হয়েছিল, বিশ্বকাপ শুরু হওয়ার দু'দিন আগে হঠাৎ সেই সিদ্ধান্ত কীভাবে বদল করা হল, এই প্রশ্ন অনেকেই তুলছেন। স্পনসর সংস্থার পক্ষ থেকেও ফিফার উপর চাপ তৈরি করা হচ্ছে। কারণ, বিশ্বকাপ চলাকালীন স্টেডিয়ামে অ্যালকোহল বিক্রি করতে না পারলে সংস্থাটিকে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

কাতার সরকারের নিয়ম অনুযায়ী, যাঁরা বিশ্বকাপ দেখতে যাবেন, তাঁরা কেউ অন্য দেশ থেকে অ্যালকোহল নিয়ে কাতারে প্রবেশ করতে পারবেন না। কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে কাতার এয়ারওয়েজ পরিচালিত একটি ডিপো থেকে বিদেশিরা অ্যালকোহল কিনতে পারবেন বলে জানানো হয়েছে। কাতারে কোনও হোটেল বা রিসর্টের সঙ্গে যুক্ত নয় এমন প্রায় সব রেস্তোরাঁতেই অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

১৯৮৬ থেকে ফিফার সঙ্গে যুক্ত মদ প্রস্তুতকারী সংস্থাটি। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের সময় সেখানকার আইন বদল করে স্টেডিয়ামে অ্য়ালকোহল বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কাতার সরকার কোনওভাবেই নমনীয় হচ্ছে না। উল্টে শেষমুহূর্তে অনুমতি বাতিল করে দিল কাতার বিশ্বকাপ আয়োজক সংস্থা। এটা নিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই দ্বন্দ্ব তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ, কোনও স্পনসরই আর্থিক ক্ষতির বিষয়টি মেনে নেবে না।

আরও পড়ুন-

গ্যালারিতে জার্সি খুলে ওড়ানো মানা, দর্শকদের জন্য একগুচ্ছ নিষেধাজ্ঞা কাতারে

অবসরের আর বেশিদিন বাকি নেই, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বলে দিলেন মেসি

ব্রাজিলজুড়ে ধরপাকড়, বিক্ষোভ, বিশ্বকাপ নিয়ে আগ্রহই নেই ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকার

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ম্যাজিশিয়ান আসছেন ভারতে! মেসির সঙ্গে একটি ছবি তোলার খরচ জানেন?
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল