Finalissima 2025: 'আজ ফুটবল জিতল,' মেসির বিরুদ্ধে ফিনালিসিমায় খেলা নিশ্চিত হওয়ার পর বার্তা ইয়ামালের

ফুটবলের দুই সেরা প্রতিযোগিতা ইউরো কাপ ও কোপা আমেরিকা শেষ হয়ে গেল। ইউরোপের সেরা দল হল স্পেন এবং টানা দ্বিতীয় লাতিন আমেরিকার সেরা দল হল আর্জেন্টিনা।

ছোটবেলা থেকে যে ফুটবলারকে আদর্শ করে বড় হয়ে উঠেছেন, এবার সেই লিওনেল মেসির মুখোমুখি হচ্ছেন স্পেনের কিশোর ল্যামিন ইয়ামাল। এবারের ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফলে আগামী বছর ফিনালিসিমা খেলবে স্পেন ও আর্জেন্টিনা। মেসি ও ইয়ামাল নিজেদের দলে থাকলে একে অপরের মুখোমুখি হবেন। সেই আশাই করছেন ইয়ামাল। এবারের ইউরো কাপে নজর কেড়ে নিয়েছেন এই কিশোর। রবিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ইউরো কাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ইয়ামাল। এই পারফরম্যান্সের পর তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।

মেসির পারফরম্যান্সে মুগ্ধ ইয়ামাল

Latest Videos

আর্জেন্টিনা কোপা আমেরিকা জেতার পর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের ইউরো কাপ হাতে ছবি এবং মেসির কোপা আমেরিকা ট্রফি হাতে ছবি শেয়ার করেছেন ইয়ামাল। এরই সঙ্গে তিনি লিখেছেন, 'আজ ফুটবল জিতল।' মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও উল্লেখ করেছেন ইয়ামাল। তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটবলপ্রেমীরা নানা মন্তব্য করছেন।

 

 

জন্মদিনের পরেই ইউরো কাপ চ্যাম্পিয়ন ইয়ামাল

শনিবার জন্মদিন ছিল ইয়ামালের। ১৭ বছর পূর্ণ করেছেন এই কিশোর। এরপরেই তিনি ইউরো কাপ চ্যাম্পিয়ন হলেন। এবারের ইউরো কাপে সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন ইয়ামাল। তাঁকে ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত করছে ফুটবল মহল। ছোটবেলায় মেসির সঙ্গে একাধিক ছবি আছে ইয়ামালের। তবে তিনি এখনও পর্যন্ত মেসির সঙ্গে একই দলে বা বিপক্ষে খেলার সুযোগ পাননি। আগামী বছরের ফিনালিসিমায় সেই সুযোগ পেতে চলেছেন এই কিশোর। আদর্শ ফুটবলারের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়ার সুযোগ আসছে ভেবে উচ্ছ্বসিত ইয়ামাল। তিনি এখন থেকেই ফিনালিসিমার জন্য তৈরি হচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Lionel Messi: ক্লাব ও দেশ মিলিয়ে ৪৫ ট্রফি, নতুন রেকর্ড লিওনেল মেসির

Lionel Messi: চোখে জল-মুখে হাসি, কোপা আমেরিকা ফাইনালে নজর কাড়ল মেসির অভিব্যক্তি, ভাইরাল ভিডিও

Angel Di Maria: চোখে জল নিয়ে মাঠ ছাড়লেন, চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ার, দেখুন ভিডিও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু