East Bengal: কলকাতা ডার্বির আগের রাতে চলে এলেন 'দ্য ওয়াল', উজ্জীবিত লাল-হলুদ শিবির

নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। এক এক করে বিদেশি ফুটবলাররাও অনুশীলনে যোগ দিচ্ছেন।

Soumya Gangully | Published : Jul 12, 2024 4:40 PM IST / Updated: Jul 12 2024, 10:50 PM IST

সদ্য বিয়ে করেছেন। এবার মাঠে নামার জন্য তৈরি ইস্টবেঙ্গলের রক্ষণের অন্যতম ভরসা হিজাজি মাহের। নতুন মরসুমের প্রস্তুতি নেওয়ার জন্য শুক্রবার রাতে কলকাতায় পৌঁছে গেলেন জর্ডনের এই ডিফেন্ডার। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক। তাঁরা এই তারকাকে ফুলের তোড়া, মালা, উত্তরীয় দিয়ে স্বাগত জানান। হিজাজির সঙ্গে কলকাতায় এসেছেন নববিবাহিতা স্ত্রী। এক সমর্থক এগিয়ে গিয়ে হিজাজিকে মালা পরিয়ে দেন। নিজের গলা থেকে সেই মালা খুলে স্ত্রীকে পরিয়ে দেন হিজাজি। তাঁর স্ত্রী সমর্থকদের এই ভালোবাসা দেখে আপ্লুত। তিনি মোবাইল ফোনে ইস্টবেঙ্গল সমর্থকদের উন্মাদনার দৃশ্যের ছবি তুলে রাখলেন।

ভালো পারফরম্যান্সের ব্যাপারে আত্মবিশ্বাসী হিজাজি

Latest Videos

বিমানবন্দর থেকে বেরনোর পর হিজাজি বলেছেন, 'এখানে ফিরে ভালো লাগছে। সবাইকে দেখে ভালো লাগছে। এবার ক্লাবকে আরও ট্রফি জেতাতে চাই। নতুন যাত্রা শুরু করছি। এবার আরও কঠোর পরিশ্রম করে দলকে ট্রফি জেতানোই আমার লক্ষ্য।'

লাল-হলুদ রক্ষণের ভরসা হিজাজি

গত মরসুমের মাঝামাঝি সময়ে হিজাজিকে দলে নেয় ইস্টবেঙ্গল। জর্ডনের এই সেন্ট্রাল ডিফেন্ডার লাল-হলুদ জার্সি পরে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এই কারণে তাঁর সঙ্গে আরও ২ মরসুমের জন্য চুক্তি করেছে ইস্টবেঙ্গল। চলতি মরসুমের জন্য এখনও পর্যন্ত হিজাজি ছাড়া অন্য কোনও বিদেশি ডিফেন্ডারকে দলে নেয়নি ইস্টবেঙ্গল। ফলে বাড়তি দায়িত্ব নিতে হবে জর্ডনের এই ডিফেন্ডারকে। তিনি অবশ্য দায়িত্ব নিতে তৈরি। কলকাতায় আসার আগে দেশে থাকার সময়েও ফিটনেসের উপর জোর দেন হিজাজি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জিমে শারীরিক কসরত করছেন এই ফুটবলার। এবার কলকাতায় পৌঁছে যাওয়ার পর অনুশীলনে যোগ দিতে চলেছেন হিজাজি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: ডুরান্ড কাপের সূচি প্রকাশিত, ফের বেজে গেল কলকাতা ডার্বির দামামা

Kolkata Derby: 'কলকাতা ডার্বির পরিকল্পনা তৈরি, ফুটবলারদের উপর ভরসা আছে,' বার্তা বিনো জর্জের

Kolkata Derby: ম্যানেজার্স মিটিংয়ে প্রতিনিধি নেই, শনিবার কলকাতা ডার্বি খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: কাঁথিতে মেগা জনসভা শুভেন্দু অধিকারীর, দেখুন সরাসরি
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News
'রাজ্যের সর্বনাশ করে মমতা ফটো তুলতে বেড়িয়েছেন' মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দুর | Suvendu
‘পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে’ ডিভিসির দিকে তোপ মুখ্যমন্ত্রীর | WB Flood
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |