সংক্ষিপ্ত
শনিবার মরসুমের প্রথম কলকাতা ডার্বি। কলকাতা লিগের ম্যাচে বেশিরভাগ সিনিয়র ফুটবলারই খেলবেন না। তবে তরুণ ফুটবলারদের লড়াইয়ের দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট।
২ ম্যাচে ১০ গোল। ২ ম্যাচেই সহজ জয় এসেছে। এবার মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে চলতি কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে ইস্টবেঙ্গল। শনিবার কলকাতা ডার্বির আগে আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির। কিন্তু দল গোল যেমন পাচ্ছে, তেমনই গোল হজমও করতে হচ্ছে। টালিগঞ্জ অগ্রগামী ও জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে গোল খেয়েছে ইস্টবেঙ্গল। গত ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার সার্থক গলুই। ফলে রক্ষণ নিয়ে কিছুটা চিন্তায় কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই নিজেদের মাঠে অনুশীলন সেরে নিল লাল-হলুদ ব্রিগেড। বড় ম্যাচের জন্য শেষমুহূর্তের প্রস্তুতি সেরে নিলেন বিনো।
শনিবারের ম্যাচের জন্য কতটা তৈরি ইস্টবেঙ্গল?
কলকাতা ডার্বির আগের দিন বিনো বললেন, 'ফুটবলাররা জানে এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা করেছি। আশা করি দল ভালো খেলবে। কাদের খেলাব এখনও ঠিক করিনি। তবে দলের সবার উপর ভরসা আছে।' মোহনবাগান সুপার জায়ান্ট চলতি কলকাতা লিগে এখনও জয় পায়নি। তা সত্ত্বেও নিজেদের এগিয়ে রাখতে নারাজ বিনো। লাল-হলুদ কোচ বলেছেন, 'আমরা অনেক দেরিতে অনুশীলন শুরু করেছি। দলের সবাই এখনও এসে পৌঁছয়নি। ফলে আমরা এগিয়ে নেই। তবে দলের সবাই এই ম্যাচের গুরুত্ব জানে। আশা করি ওরা সেভাবেই খেলবে। এই ম্যাচে কোনও দল এগিয়ে নেই। দুই দলই জেতার চেষ্টা করবে। এই কারণেই এটা ডার্বি।'
সিনিয়র ফুটবলারদের খেলাবেন বিনো?
কলকাতা লিগের জন্য অভিজ্ঞ গোলকিপার দেবজিৎ মজুমদার, গতবারের সর্বাধিক গোলদাতা ডেভিড লাললানসাংগাকে রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। তাঁদের কলকাতা ডার্বিতে খেলানো হতে পারে। যদিও দেবজিৎ, ডেভিডকে খেলানো হবে কি না, সে ব্যাপারে ম্যাচের আগের দিন স্পষ্ট কিছু বললেন না বিনো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Durand Cup 2024: একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি