শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচে কোনও ফুটবলার নন, আলোচনার কেন্দ্র থাকলেন রেফারি হরিশ কুণ্ডু।
জটায়ু থাকলে বলতে পারতেন, ‘কুণ্ডুমশাইয়ের কাণ্ডকারখানা’। ৩০ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ডকে আর কীই বা বলা যায়! ২৮ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন নন্দকুমার শেখর। এর ৩৬ সেকেন্ডের মধ্যে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান নাওরেম মহেশ সিং। ফলে সংযুক্ত সময় মিলিয়ে ৭০ মিনিটেরও বেশি সময় ৯ জনে খেলতে হল ইস্টবেঙ্গলকে। তা সত্ত্বেও মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে চলতি আইএসএল-এ প্রথম পয়েন্ট পেল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে মহামেডান স্পোর্টিংয়ের আক্রমণ যেভাবে সামাল দিলেন আনোয়ার আলি, লালচুংনুঙ্গারা, তা প্রশংসনীয়। নতুন ফিটনেস কোচ লাল-হলুদ জার্সিধারীদের ফিটনেস যে বাড়িয়ে দিতে পেরেছেন, সেটাও এদিন দেখা গেল। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়ে সবদিক থেকেই লাভ হয়েছে ইস্টবেঙ্গলের। এই ফিটনেস এবং লড়াইয়ের মানসিকতা পরের ম্যাচগুলিতে কাজে লাগবে।
৯ জনে ইস্টবেঙ্গলের লড়াই
নন্দকুমার ও মহেশ আধঘণ্টার মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ইস্টবেঙ্গলের দুই উইং পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়। এরপর রক্ষণাত্মক হয়ে যান মাহিদ তালালরা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ করার পর দ্বিতীয়ার্ধেও পয়েন্ট পাওয়ার লক্ষ্যে লড়াই করতে থাকেন আনোয়ার, দিমিত্রিওস দিয়ামান্তাকসরা। দল ৯ জনে হয়ে যাওয়ার পর প্রচণ্ড পরিশ্রম করেন লাল-হলুদের গ্রিক স্ট্রাইকার। তিনি আক্রমণে একা হয়ে পড়লেও, গোল পাওয়ার জন্য চেষ্টা করতে থাকেন। পাশাপাশি রক্ষণেও দলকে সাহায্য করতে থাকেন দিমিত্রিওস। মহামেডান স্পোর্টিং ৯ জনের বিরুদ্ধে ১১ জনে খেলতে থাকায় মাঝমাঠের দখল নেয়। দ্বিতীয়ার্ধে বেশিরভাগ সময়ই ইস্টবেঙ্গলের অর্ধে খেলা হয়। একের পর এক আক্রমণ করতে থাকেন মাকান ছোটে, কার্লোস হেনরিকে ফ্রাঙ্কারা। কোনওরকমে নিজেদের রক্ষণ আগলানোর চেষ্টা করতে থাকেন লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপরা। অনেক সুযোগ পেলেও, গোল করতে পারল না মহামেডান স্পোর্টিং ক্লাব।
ইস্টবেঙ্গলকে বদলে দিয়েছেন অস্কার ব্রুজোঁ
অস্কার ব্রুজোঁ প্রধান কোচ হওয়ার পর বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। যে দল পরপর হারছিল, সেই দলই এখন লড়াই করছে। এটাই ইস্টবেঙ্গল শিবিরের পক্ষে সবচেয়ে ইতিবাচক দিক। এদিনের ম্যাচ ড্র হলেও, নৈতিক জয় পেল ইস্টবেঙ্গল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'৯-১১' চ্যালেঞ্জ মোকাবিলার পরিকল্পনা কী ছিল? লড়াইয়ের রহস্য ফাঁস ইস্টবেঙ্গল কোচের
'আশা করি কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পাবে ইস্টবেঙ্গল,' শুভেচ্ছাবার্তা ট্রেভর জেমস মর্গ্যানের
ভুটানে ইতিহাস, অপরাজিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল