সংক্ষিপ্ত
২০২৪ সালের কলকাতা ফুটবল লিগের ফয়সলা ২০২৫ সালের দ্বিতীয় মাসেও হল না। চ্যাম্পিয়নশিপ ম্যাচ নিয়ে আইএফএ-র সঙ্গে ডায়মন্ড হারবার এফসি-র টানাপোড়েন অব্যাহত।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের খেতাব নির্ধারণের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দল নামাল না ডায়মন্ড হারবার এফসি। এদিন দুপুর দুটোয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার এফসি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব জানিয়ে দিয়েছিল, তারা দল নামাবে না। অন্যদিকে, আইএফএ-ও এদিনই ম্যাচ আয়োজনে অনড় ছিল। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়ে দিয়েছিলেন, স্টেডিয়াম ভাড়া নেওয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ম্যাচের দিন বদল করা সম্ভব নয়। ইস্টবেঙ্গল খেলতে তৈরি ছিল। এদিন নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে পৌঁছে যায় ইস্টবেঙ্গল দল। প্রতিপক্ষ মাঠে আসবে না জানাই ছিল। তবে নিয়ম অনুযায়ী ওয়াকওভার পেতে হলে মাঠে দল নামাতে হয়। ইস্টবেঙ্গল ঠিক সেটাই করল। ইস্টবেঙ্গল ফুটবলারদের সঙ্গে মাঠে নামেন রেফারি ও সহকারী রেফারিরা। ডায়মন্ড হারবার এফসি-র কোনও প্রতিনিধিও মাঠে পৌঁছননি। তাঁদের পক্ষ থেকে ফুটবলারদের তালিকাও জমা দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে চ্যাম্পিয়নশিপ নিয়ে আইএফএ-কে সিদ্ধান্ত নিতে হবে। ইস্টবেঙ্গলকে তিন পয়েন্ট দেওয়া হবে না ফের এই ম্যাচের জন্য কোনও দিন ঠিক হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
লাল-হলুদ শিবিরে উৎসব
ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত ৩৯ বার কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এবার ৪০-তম খেতাব আসতে চলেছে। আইএসএল-এ দল যখন বেকায়দায়, তখন কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হওয়ায় লাল-হলুদ শিবিরে উৎসবের মেজাজ। সদস্য-সমর্থকরা খুশি। এবারের কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বিনো জর্জের দল। কোনও ম্যাচেই হারেনি লাল-হলুদ ব্রিগেড। ফলে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল।
অনুশীলন সেরে নিলেন বিষ্ণুরা
এদিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ছিলেন আদিত্য পাত্র, হীরা মণ্ডল, আদিল আমাল, চাকু মান্ডি, তন্ময় দাস, নাসিব রহমান, সুমন দে, বিষ্ণু পি ভি, মহম্মদ রোশাল, ডেভিড লাললানসাঙ্গা ও জেসিন টি কে। প্রতিপক্ষ মাঠে না আসায় গা ঘামিয়ে নিলেন বিষ্ণুরা। এই দলের কয়েকজন শনিবার আইএসএল-এ মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলবেন। তাঁরা এবার সেই ম্যাচের জন্য তৈরি হবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ব্যক্তি আক্রমণকে সমর্থন নয়,' বিবৃতি ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গলে সমর্থকদের আবেগের গুরুত্ব নেই?
ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে বিশ্রী হার, আইএসএল-এ সুপার সিক্সের স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েও লাভ হল না, এআইএফএফ-এর সিদ্ধান্তে অস্বস্তিতে ইস্টবেঙ্গল