সংক্ষিপ্ত
ইস্টবেঙ্গল সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। টানা ব্যর্থতার জেরে শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং চিফ টেকনিক্যাল অফিসার অময় ঘোষালের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে।
১৯ ম্যাচে ১৮ পয়েন্ট। ১৩ দলের মধ্যে অবস্থান ১১ নম্বরে। আইএসএল-এ যোগ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত সুপার সিক্সের যোগ্যতা করতে পারেনি ইস্টবেঙ্গল। এবারও সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা নেই। এই পরিস্থিতিতে সমর্থকরা প্রচণ্ড ক্ষুব্ধ। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই ক্ষোভপ্রকাশ করে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। শুক্রবার বিকেলে দলের অনুশীলনের সময় বেশ কয়েকজন সমর্থক হাজির হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের হাতে পোস্টার ছিল। নিশানায় মূলত শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) অময় ঘোষাল। প্রধান কোচ অস্কার ব্রুজোঁ, ফুটবলাররাও বিক্ষোভ থেকে রেহাই পাননি। টিম বাস ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। কোচ-ফুটবলারদের গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয়। তবে ম্যানেজমেন্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভ সবচেয়ে বেশি।
গ্রিক স্ট্রাইকারের গাড়ির সামনে বিক্ষোভ
২০২৩-২৪ মরসুমের আইএসএল-এ সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। চলতি মরসুমের শুরুতে অনেক আশা করে তাঁকে কেরালা ব্লাস্টার্স এফসি থেকে ইস্টবেঙ্গলে নিয়ে আসা হয়। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেননি এই স্ট্রাইকার। প্রায় প্রতি ম্যাচেই নিয়ম করে সহজ সুযোগ নষ্ট করছেন। মাঠে এই স্ট্রাইকারের অঙ্গভঙ্গি, সতীর্থদের দোষারোপ ভালোভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গল সমর্থকরা। শুক্রবার দিমিত্রিওসের গাড়ির সামনে বিক্ষোভ দেখান সমর্থকরা।
সিটিও-র বিরুদ্ধে ক্ষোভ
ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ গত কয়েক বছর ধরে দাবি করে আসছেন, সিটিও মোহনবাগান সমর্থক। এই কারণে তিনি ইস্টবেঙ্গল দলের জন্য ভালো কিছু করছেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক প্রীতি ম্যাচে সাংবাদিকদের সঙ্গে সবুজ-মেরুন জার্সি পরে দাঁড়িয়ে আছেন অময়। এই ছবি ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। অধিকাংশ ইস্টবেঙ্গল সমর্থক সিটিও-কে বরখাস্ত করার দাবি জানাচ্ছেন। শীর্ষকর্তার পদত্যাগের দাবিও জানাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। সবমিলিয়ে চলতি মরসুম শেষ হওয়ার আগেই লাল-হলুদ শিবিরে ফের ডামাডোল তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
মাঠে এল না ডায়মন্ড হারবার এফসি, কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল?
'ব্যক্তি আক্রমণকে সমর্থন নয়,' বিবৃতি ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গলে সমর্থকদের আবেগের গুরুত্ব নেই?
ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে বিশ্রী হার, আইএসএল-এ সুপার সিক্সের স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের