John Abraham: 'উত্তর-পূর্বকে ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র বানাতে চাই,' বার্তা জন আব্রাহামের

আইএসএল-এর প্রথম মরসুম থেকে খেলছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি জন আব্রাহামের মালিকানাধীন দল। তবে তাতে দমতে নারাজ জন।

এবারের আইএসএল সবে শুরু হয়েছে। এখনও পর্যন্ত ভালো জায়গায় নেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী কর্ণধার বলিউড তারকা জন আব্রাহাম। দলের উপর ভরসা আছে এই অভিনেতার। তিনি দলকে ভালোভাবে চালাতে চাইছেন। মাঠে ও মাঠের বাইরে দল পরিচালনার ক্ষেত্রে কোনওরকম আপস করতে নারাজ জন। তাঁর আশা, চিফ এগজিকিউটিভ অফিসার হিসেবে মন্দার তামহানের নিযুক্ত হওয়া দলের পক্ষে ভালো বিষয়। মন্দার দলকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন বলে আশাবাদী জন। তিনি সামগ্রিকভাবে উত্তর-পূর্ব ভারতের ফুটবলের উন্নতি করার জন্য কাজ করার কথা জানিয়েছেন। উত্তর-পূর্বকে ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র করে তোলাই তাঁর লক্ষ্য বলে জানিয়েছেন জন।

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জন বলেছেন, ‘আমি প্রথম থেকেই উত্তর-পূর্বকে ভারতীয় ফুটবলের ভরকেন্দ্র করে তুলতে চাইছি। আমি এই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছি। ফুটবলের প্রশিক্ষণের পাশাপাশি খেলাতেও যাতে উত্তর-পূর্ব ভারতের উন্নতি হয়, সেটা নিশ্চিত করতে চাইছি। আমি চাই দেশের ফুটবলের মূল কেন্দ্র হয়ে উঠুক উত্তর-পূর্ব ভারত। সেই কারণেই আমরা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে দেখা করেছি। আমরা একটি অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা করছি। আমাদের বিশ্বাস, এই অ্যাকাডেমি সেন্টার অফ এক্সেলেন্স হয়ে উঠবে। ভারতে যাঁরা ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন দেখবে তারা এই অ্যাকাডেমিতে আসতে চাইবে।’

Latest Videos

জন আরও বলেছেন, ‘আমরা অনেক বড় পরিকল্পনা করছি। আশা করি এই পরিকল্পনা সফল হবে। আমরা এই পরিকল্পনার বিষয়ে আশাবাদী। আমি মন্দারকে নিয়েই মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও খুব খুশি হয়েছে। আমি ওকে বলেছি, তুমি এবার ঘোড়ার মুখ থেকে খবর পেয়ে গেলে। কারণ, আমরা যখন মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি, তখন মন্দারের সামনেই সব পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠক ঠিক সময়ে হয়েছে। কারণ, মন্দার সদ্য আমাদের দলে যোগ দিয়েছে। একইসঙ্গে আমাদের পরিকল্পনা ঠিক পথে এগিয়ে চলেছে। আমরা সবকিছু ঠিকমতোই চালাতে চাইছি। আমার মতে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র ভবিষ্যৎ উজ্জ্বল। দেশের এই অঞ্চলে ফুটবলের উন্নতি হবে বলেই আশা করছি।’

গত ২ দশকে ভারতীয় ফুটবলের সাপ্লাই লাইন হয়ে উঠেছে মণিপুর, মিজোরাম, সিকিমের মতো রাজ্যগুলি। উত্তর-পূর্ব ভারতের ফুটবলের উন্নতির জন্য আরও পরিকল্পনা করছেন জন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয়েন করুন- https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D 

আরও পড়ুন-

Israel-Hamas War: 'গাজার মানুষের পাশে থাকুক সারা বিশ্ব,' আর্জি মহম্মদ সালাহর

Ronaldinho: 'কলকাতার ভালোবাসা পেয়ে আপ্লুত,' সোশ্যাল মিডিয়া পোস্ট রোনাল্ডিনহোর

Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি