জেভিয়ের সিভেরিও, সাউল ক্রেসপোর সঙ্গে চুক্তি, শক্তিশালী হচ্ছে লাল-হলুদের স্প্যানিশ ব্রিগেড

আইএসএল-এর প্রথম মরসুম থেকেই অনেক স্প্যানিশ ফুটবলারকে দেখা গিয়েছে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। স্পেনের কোচ নিয়োগ করার পর একাধিক স্প্যানিশ ফুটবলারের সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল।

নতুন মরসুমের জন্য স্পেনের ২ ফুটবলার জেভিয়ের সিভেরিও ও সাউল ক্রেসপোর সঙ্গে চুক্তির কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি থেকে লাল-হলুদে যোগ দিলেন সিভেরিও। ওড়িশা এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন ক্রেসপো। এই ২ ফুটবলারকে দলে পেয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেছেন, 'ভারতের মাটিতে পা রাখার পর থেকেই নিয়মিত গোল করে চলেছে সিভেরিও। আইএসএল-এ ২ মরসুম খেলার পর এখানকার পরিবেশ-পরিস্থিতি ও প্রতিযোগিতার সঙ্গে মানিয়ে নিয়েছে সিভেরিও। আমার বিশ্বাস, ও আমাদের দলের আক্রমণের শক্তি বাড়াবে। সাউলও আইএসএল-এর প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে পরিচিত। ও মিডফিল্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই কারণেই ওড়িশা এফসি সুপার কাপ জিততে সক্ষম হয়েছে। এই ২ ফুটবলারই প্রচুর পরিশ্রম করতে পারে। ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত মানসিকতা আছে ওদের।'

গত মরসুমে হায়দরাবাদ এফসি-র হয়ে ৯ গোল করেন সিভেরিও। এবার লাল-হলুদ জার্সি পরে ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। সিভেরিও বলেছেন, ‘শতাব্দীপ্রাচীন ক্লাবে যোগ দিতে পারা আমার কাছে সম্মানের ব্যাপার। ভারত একটি মহান দেশ। আইএসএল-এ খেলা চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। কোচ কার্লেসের ফুটবল-দর্শন খুব ভালো। ইনভেস্টররাও ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত পরিকল্পনা করছেন। আমি লাল-হলুদ ব্রিগেডের হয়ে প্রচুর গোল করে ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিতে চাই। ইস্টবেঙ্গল সমর্থকরা ক্লাবের জন্য কতটা আবেগপ্রবণ সেটা আমি দেখেছি। তাঁরা সল্টলেক স্টেডিয়ামের গ্যালারি ভরিয়ে তুলবেন, এটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। জয় ইস্টবেঙ্গল।’

Latest Videos

 

 

ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রসঙ্গে ক্রেসপো বলেছেন, ‘আমি যখন জানতে পারি ইস্টবেঙ্গল আমাকে দলে নিতে আগ্রহী, তখন আমি একটুও দেরি করিনি। ভারতের অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গল। এই ক্লাবের সমর্থকরা সেরা। আমি গত বছর কলকাতা ডার্বি দেখেছি। আমার খুব ভালো লেগেছিল। আমি এই দলের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই।’

 

 

ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা ইমামির কর্তা দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘স্পেন থেকে এই ২ তরুণ ও আকর্ষণীয় ফুটবলারকে দলে নিতে পেরে আমরা খুশি। আইএসএল-এ গত ২ মরসুমে সিভেরিও দেখিয়ে দিয়েছে, ও খুব ভালো ফিনিশার। গত বছর লিগের অন্যতম সেরা মিডফিল্ডার ছিল সাউল। আমরা আশাবাদী, কোচ কার্লেসের পরামর্শ মেনে খেলে ওরা এবার আরও ভালো পারফরম্যান্স দেখাবে।’

আরও পড়ুন-

সবুজ-মেরুন ফিরলেন অ্যান্টনিও লোপেজ হাবাস, টিডি হলেন আইএসএল চ্যাম্পিয়ন কোচ 

কেরালা ব্লাস্টার্স এফসি থেকে ১ বছরের লোনে ইস্টবেঙ্গলে ডিফেন্ডার নিশু কুমার

কলম্বিয়ায় কার্লেস পুওল, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে খেললেন ফুটবল

Share this article
click me!

Latest Videos

প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র