সংক্ষিপ্ত

আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। তাঁকে এবার দলে ফেরাল মোহনবাগান সুপার জায়ান্ট। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন হাবাস।

আইএসএল-এর ইতিহাসে সফলতম কোচ স্পেনের অ্যান্টনিও লোপেজ হাবাস। তিনি এবার মোহনবাগানে ফিরলেন। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সবুজ-মেরুনে যোগ দিলেন হাবাস। তিনি মোহনবাগানের বিভিন্ন বিভাগের ফুটবল দলের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। স্ট্র্যাটেজি তৈরি থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল বিষয়েও দলকে সাহায্য করবেন হাবাস। সিনিয়র দলের পাশাপাশি ইয়ুথ ডেভেলপমেন্টের উপরেও জোর দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। যুব ও বয়সভিত্তিক দল থেকে সিনিয়র দলের জন্য ফুটবলার তুলে আনাই লক্ষ্য। কলকাতা লিগে খেলার জন্য ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে ডেভেলপমেন্ট দল। সব দলেরই উন্নতির জন্য পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় মতামত দেবেন হাবাস। তিনি এর আগে কলকাতায় কোচিং করিয়ে গিয়েছেন। সেই অভিজ্ঞতার জন্যই টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে বেছে নেওয়া হল হাবাসকে।

সবুজ-মেরুনে ফেরার পর হাবাস বলেছেন, 'দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাকে আবার কলকাতায় কাজ করার জন্য নির্বাচিত করেছেন। আমার কোচিং জীবনের সেরা সময়টা কেটেছে কলকাতায়। এখানকার ফুটবলপ্রেমী মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছেন সেটা ভোলার নয়। এবার আমি মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিচ্ছি। মোহনবাগান সুপার জায়ান্টের স্ট্র্যাটেজি তৈরি, দলের উন্নতির জন্য ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করব।'

 

 

আইএসএল চ্যাম্পিয়ন কোচ হুয়ান ফেরান্দোর সঙ্গে নতুন করে এক বছরের জন্য চুক্তি করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ২০২১-এর ডিসেম্বরে হাবাসের পরিবর্তেই সবুজ-মেরুনে যোগ দেন ফেরান্দো। তিনি মরসুমের মাঝপথেই এফসি গোয়া থেকে মোহনবাগানে যোগ দেন। দলকে সাফল্য এনে দিয়েছেন এই স্প্যানিশ কোচ। সবুজ-মেরুনে যোগ দেওয়ার পর প্রথম মরসুমেই দলকে আইএসএল-এ তৃতীয় স্থানে নিয়ে যান ফেরান্দো। এরপর তিনি সদ্য শেষ হওয়া মরসুমে দলকে চ্যাম্পিয়ন করেন। সেই কারণেই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হল। 

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার এএফসি কাপেও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে মোহনবাগান। এখনও পর্যন্ত এএফসি কাপে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেনি সবুজ-মেরুন। এবার সেই লক্ষ্যে দল সাজাচ্ছে ম্যানেজমেন্ট। হাবাস ও ফেরান্দোকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। 

ফেরান্দো বলেছেন, ‘আমি মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে কাজ চালিয়ে যেতে পেরে খুশি। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কার কাছে কৃতজ্ঞ। আমি সমর্থকদের আশ্বাস দিতে চাই, সবসময় নিজের সেরাটা দেব। আগামী মরসুমে আরও সাফল্য পাওয়ার চেষ্টা করবে দল।’

আরও পড়ুন-

আর্জেন্টিনার হয়ে দ্রুততম গোল মেসির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ জয় বিশ্বচ্যাম্পিয়নদের

কেরালা ব্লাস্টার্স এফসি থেকে ১ বছরের লোনে ইস্টবেঙ্গলে ডিফেন্ডার নিশু কুমার

কলম্বিয়ায় কার্লেস পুওল, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে খেললেন ফুটবল