নন্দকুমার শেখরের পর এবার বোরহা হেরেরা। আরও এক ফুটবলারকে সই করানোর কথা ঘোষণা করল ইস্টবেঙ্গল। হায়দরাবাদ এফসি থেকে লাল-হলুদে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার।
২০১৮-১৯ মরসুমে ইস্টবেঙ্গলে ছিলেন এক বোরহা, নতুন মরসুমে যোগ দিলেন আরও এক বোরহা। স্প্যানিশ ডিফেন্ডার বোরহা ফার্নান্ডেজ ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। হায়দরাবাদ এফসি থেকে লাল-হলুদে যোগ দেওয়া স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেজও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সদস্য-সমর্থকরা। ৩০ বছরের এই মিডফিল্ডারের সঙ্গে ক্লাবের ১ বছরের চুক্তির কথা জানানো হয়েছে। লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত স্বদেশীয় ফুটবলারকে নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, 'আমাদের দলে বোরহা যোগ দেওয়ায় খুব ভালো হল। ওর খেলার ধরন খুব ভালো। লেফট উইংয়ে ওর খেলার বৈচিত্র আমাদের দলের রক্ষণ ও আক্রমণে সাহায্য করবে। ও ভারতে এক মরসুম খেলেছে। ফলে আইএসএল-এ কেমন প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা ও বুঝতে পেরেছে। ও গত মরসুমে হায়দরাবাদ এফসি-র গুরুত্বপূর্ণ সদস্য ছিল। আমি নিশ্চিত, মাঝমাঠে যে চাপ নিয়ে খেলে বোরহা, তাতে আমাদের দল লাভবান হবে।'
লাল-হলুদে যোগ দিয়ে খুশি বোরহাও। এই স্প্যানিশ মিডফিল্ডার বলেছেন, 'আমি ভারতে ফুটবলের যাত্রাপথে এগিয়ে যেতে চাই। হায়দরাবাদ এফসি-র হয়ে অসাধারণ একটি মরসুম কাটানোর পর এবার আমি কলকাতা আসছি। লাল-হলুদের অংশ হচ্ছি আমি। আমরা সবাই ইস্টবেঙ্গলের ঐতিহ্যের কথা জানি। সেই কারণে আমি যখন এই অসাধারণ ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাব পাই, তখন দ্বিতীয়বার চিন্তা করিনি। আমি কলকাতা ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। আমি শুনেছি এই ম্যাচ এশিয়ার অন্যতম সেরা ডার্বি। আমার উপর ভরসা রাখার জন্য এবং অভিজ্ঞতার দাম দেওয়ার জন্য কোচ কার্লেস, ইমামি গ্রুপ ও ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই।'
ইস্টবেঙ্গলের ইনভেস্টর ইমামি গ্রুপের পক্ষ থেকে দেবব্রত মুখোপাধ্যায় বলেছেন, ‘আইএসএল-এ যে কয়েকজন কমপ্লিট মিডফিল্ডার খেলছে, তাদের অন্যতম বোরহা। ওর খেলার গভীরতা, অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মাঠে ও মাঠের বাইরে আমাদের দলের শক্তি বাড়াবে।’
গত মরসুমে হায়দরাবাদ এফসি-র হয়ে ৪ গোল করেন বোরহা। তিনি ৫টি গোলের পাস বাড়ান এবং ৩২টি সুযোগ তৈরি করেন। আইএসএল সেমি-ফাইনাল খেলে হায়দরাবাদ। আইএসএল-এ ২২টি ম্যাচ খেলার পাশাপাশি ডুরান্ড কাপে ৫টি ম্যাচ এবং সুপার কাপে ৩টি ম্যাচ খেলেন বোরহা। আক্রমণের পাশাপাশি রক্ষণেও দলকে সাহায্য করেন এই মিডফিল্ডার। তিনি দলে যোগ দেওয়ায় লাল-হলুদ মাঝমাঠের শক্তি বাড়ল। বোরহা যদি গত মরসুমের মতো পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে উপকৃত হবে লাল-হলুদ।
আরও পড়ুন-
কলম্বিয়ায় কার্লেস পুওল, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে খেললেন ফুটবল
কেরালা ব্লাস্টার্সকে বিদায় জানালেন, ইস্টবেঙ্গলে ফিরছেন হরমনজ্যোত খাবরা
এশিয়ান গেমসে সুনীলদের দায়িত্বে স্টিম্যাচই, অনূর্ধ্ব-২৩ দলের জন্য বাছা হবে নতুন কোচ