সংক্ষিপ্ত
আসছে ডার্বি।
আসছে ডার্বি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থকরা অনলাইন টিকিট রিডিম কোথা থেকে করবেন, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন।
চলুন দেখে নেওয়া যাক বিষয়টা। আগামী ১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত লাল হলুদ সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-১ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
অপরদিকে, আগামী ১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সবুজ মেরুন সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-৪ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
এছাড়া ইস্টবেঙ্গল সমর্থকরা অফলাইন টিকিট কাটতে পারবেন রুবি হাসপাতালের সামনে নির্দিষ্ট কাউন্টার থেকে। সেটিও খোলা থাকবে আগামী ১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত।
অন্যদিকে, গোটা প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলের অবস্থা কার্যত তথৈবচ। চারটি ম্যাচেই পরপর হার। কিন্তু মোহনবাগান লড়াইতে ফিরে এসেছে। আর এইসবককিছুর মাঝেই কুয়াদ্রাতের বিদায় এবং নতুন কোচের আগমন। যদিও ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো এখনও শহরে এসে পৌঁছননি। ফলে, আদৌ তিনি ডার্বির আগে দলকে অনুশীলন করাতে পারবেন কিনা, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়।
কিন্তু ডার্বি নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। উত্তেজনার পারদ চড়ছে ক্রমশই। আর এবার আপডেট চলে এল অনলাইন টিকিট রিডিম করার। আগামী ১৫-১৮ অক্টোবর, সকাল ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত লাল হলুদ সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-১ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন। আর একই দিনে এবং একই সময়ে সবুজ মেরুন সমর্থকরা যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর-৪ বক্স অফিস থেকে অনলাইন টিকিট রিডিম করতে পারবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।