এই নিয়ে সাতবার, এর আগে কবে ফিফার বর্ষসেরার তাজ উঠেছে মেসির মাথায়?

এর আগে আরও ছ'বার এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে প্রথম বছরের সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছিলেন তিনি।

আরও একবার ফিফার বর্ষসেরার মুকুট উঠল মেসির মাথায়। ফিফার বিচারে ২০২২ সালের সেরা ফুটবলার লিওনেল মেসি। এই দৌঁড়ে ছিলেন কিলিয়ান এমবাপেও। তবে এবারেও মেসির কাছে হার মেনে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। এর আগেও একাধিকবার এই শিরোপা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। এই নিয়ে সাত নম্বরবার ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলার হলেন লিও। মাত্র আড়াই মাস আগেই হাতে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রফি। ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় কেড়ে নিয়েছিল মেসির আর্জেন্টিনা। এবার ফিফার বিচারেও এবছরের সেরা ফুটবলার তিনি।

এর আগে আরও ছ'বার এই পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০০৯ সালে প্রথম বছরের সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছিলেন তিনি। তারপর ২০১০, ২০১১ এবং ২০১২ সালে পরপর তিন বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের তাজ উঠেছিল তাঁর মাথায়। তারপর মাঝে দু'বছর পিছিয়ে পড়লেও ২০১৫ সালে ফের সেরার স্থান দখল করেন মেসি। তারপর চার বছরের ভাঁটা। ২০১৯ সালে ফের বর্ষসেরা ফুটবলার হিসেবে ফিফা বেছে নেয় লিওকে। তারপর ২০২২ সালে আবারও বর্ষসেরা মেসি। উল্লেখ্য ২০১৬ সাল থেকে ফিফা এই পুরস্কার এককভাবে দিচ্ছে। তার আগে একটি সংস্থার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার দিত ফিফা।

Latest Videos

গত ডিসেম্বরেই বিশ্বকাপে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে মেসির দল। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ফ্রান্স। মেসির জোড়া গোলে তিন গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। হ্যাট্রিক করলেও রানার আপ হয়েই সন্তষ্ট থাকতে হয়েছিল এমবাপেকে। এবার ফিফার বিচারেও দ্বিতীয় স্থানে তিনি। ৫২ পয়েন্ট পেয়ে সেরার আসনে লিওনেল মেসি। কোন স্থানে রয়েছেন লুকা মডরিচ, করিম বেঞ্জেমা, নেইমাররা? দেখে নেওয়া যাক।

মেসি - ৫২ পয়েন্ট

কিলিয়ান এমবাপে - ৪৪ পয়েন্ট

করিম বেঞ্জেমা - ৩৪ পয়েন্ট

লুকা মডরিচ - ২৮ পয়েন্ট আরলিং হালান্ড - ২৪ পয়েন্ট সাদিয়ো মানে - ১৯ পয়েন্ট জুলিয়ান অ্যালভারেজ - ১৭ পয়েন্ট

আশরাফ হাকিম - ১৫ পয়েন্ট নেইমার - ১৩ পয়েন্ট কেভিন দি ব্রুইন - ১০ পয়েন্ট ভিনিসিয়াস জুনিয়র - ১০ রবার্ট লেওয়ানডস্কি - ৭ পয়েন্ট

জুড বেলিংহ্যাম - ৩ পয়েন্ট মহম্মদ সালা - ২ পয়েন্ট

বিশ্বকাপ ফাইনালেও মুখোমুখি লড়াইয়ে ছিল কিলিয়ান এমবাপের ফ্রান্স ও মেসির আর্জেন্টিনা। মেসির জোড়া গোল ও এমবাপের হ্যাট্রিক মিলে ম্যাচের ১২০ মিনিটে ৩-৩ হয় খেলার ফলাফল। এরপর টাই ব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে হারায় ফ্রান্সকে। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার সম্মান পান এমবাপে।

আরও পড়ুন - 

ফিফার বিচারে বর্ষসেরা ফুটবলার মেসি, দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপে

ক্লাব ফুটবলে নতুন নজির, ৭০০ গোল করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশেই লিওনেল মেসি

আল-নাসরের হয়ে ৩ ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর, উচ্ছ্বসিত অনুরাগীরা

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam