East Bengal: ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ভাই-বোনের গোল, নজির মৌসুমী-সুব্রতর

রবিবার নতুন মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ উড়িয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। এই ম্যাচেই অনন্য নজির গড়েছেন সুব্রত মুর্মু।

দুই ভাইয়ের একসঙ্গে খেলার নজির আছে। বাবা-ছেলেরও খেলার নজির আছে। কিন্তু ভাই-বোনের ইস্টবেঙ্গলের হয়ে খেলা এবং গোল করার নজির এর আগে ছিল না। রবিবার সেই নজির গড়লেন সুব্রত মুর্মু। তাঁর বোন মৌসুমী আগেই লাল-হলুদ জার্সি পরে খেলেছেন। ইস্টবেঙ্গলের হয়ে ২২ গোল করেছেন মৌসুমী। রবিবার কলকাতা লিগের ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে সিনিয়র দলের হয়ে অভিষেক হল সুব্রতর। অভিষেক ম্যাচেই গোল করলেন এই তরুণ। ৭৯ মিনিটে তন্ময় ঘোষের ক্রস থেকে গোল করেন সুব্রত। ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক ম্যাচে গোল করার নজির খুব বেশি ফুটবলারের নেই। এই নজিরও গড়ে ফেললেন সুব্রত। তিনি প্রথম দিনই সদস্য-সমর্থকদের নজর কেড়ে নিয়েছেন। এই তরুণ ফুটবলারকে নিয়ে আশাবাদী ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। তাঁর আশা, ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্স দেখাবেন সুব্রত।

বড় জয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের

Latest Videos

রবিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে এবারের কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেল লাল-হলুদ ব্রিগেড। কলকাতা লিগে বরাবরই লড়াকু দল টালিগঞ্জ অগ্রগামী। কিন্তু এই দলকেই ৭-১ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের ৬ জন ফুটবলার মিলে ৭ গোল করলেন। জোড়া গোল করেন জেসিন টি কে। এছাড়া গোল করেন শ্যামল বেসরা, আমন সি কে, সুব্রত, অনন্তু এন এস ও সায়ন বন্দ্যোপাধ্যায়। টালিগঞ্জের হয়ে একমাত্র গোল করেন সঞ্জয় শর্মা।

 

 

১৩ জুলাই কলকাতা ডার্বি

১৩ জুলাই কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগে ৭ জুলাই জর্জ টেলিগ্রাফের মুখোমুখি হচ্ছে লাল-হলুদ ব্রিগেড। সেই ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়ে কলকাতা ডার্বির জন্য তৈরি হওয়াই সুব্রতদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ইস্টবেঙ্গল ছাড়ছেন বিষ্ণু পি ভি? ময়দানে চলছে জোর জল্পনা

Lallianzuala Chhangte: সমর্থকরা জার্সি পরিয়ে দিলেও ছাংতেকে পেল না মোহনবাগান, থাকছেন মুম্বইয়েই

Madih Talal: 'মাঝমাঠের রাজা' থাকতে চিন্তা কী! নতুন স্বপ্নে বুঁদ ইস্টবেঙ্গল

Share this article
click me!

Latest Videos

বন্দে মাতরম গর্জন শুনেই পালালো বাংলাদেশী সেনা! BSF দাঁড়িয়ে দেখল বাংলার 'দেশপ্রেম' | Malda News
বাপরে! কাঁপছে ঘর, দুলছে ফ্যান! সাতসকালে কেঁপে উঠল নেপাল, বিহার ও কলকাতা | Nepal Earthquake Today
'TATA-কে তাড়িয়ে সিঙ্গুর নয়, নন্দীগ্রামের জন্যই পিসি আজ মুখ্যমন্ত্রী' চরম কথা Suvendu Adhikari-র
আজ ২৬ হাজার চাকরির ভবিষ্যৎ কি হবে? বড় আপডেট দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Nandigram
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram