করোনা পরিস্থিতির মধ্যেই নভেন্বরে অস্ট্রেলিয়া সফর শুরু করছে বিরাট কোহলির দল। ওডিআই ও টি-টোয়েন্টি সহ কয়েকটি ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হবে ভারত। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলোয়াড়দের নাম ঘোষণা করে সিলেকশন কমিটি।
আরও পড়ুন-বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, প্রতিবাদে মেদিনীপুরে পুলিশকে ঘিরে বিক্ষোভ-অবরোধ
একনজরে দেখে নেওয়া যাক, কোন দলে কে আছেন?
ভারতের টি-টোয়েন্টি দলে আছেন
বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুল, শ্রেয়াস লায়ার, মণিশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু সামশন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, বরুন চক্রবর্তী,।
আরও পড়ুন-angla News Kolkata প্রতিমা বিসর্জনের গাইডলাইন, গঙ্গাবক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখলেন ফিরহাদ হাকিম
ভারতের ওডিআই দলে আছেন
বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, শুভময় গিল, কে এল রাহুল, শ্রেয়াস লায়ার, মণিশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, বরুন সর্দুল ঠাকুর, উমেশ যাদব. আর অশ্বিন, মহম্মদ সিরাজ।
ভারতের টেস্ট দলে আছেন
বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, পৃথিশ্ব, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, আজাঙ্কে রাহনে, হনুমান বাহিড়ি, শুভময় গিল. ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, শ্রেয়াস লায়ার, মণিশ পাণ্ডে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, নবদ্বীপ সাইনি, দীপক চাহার, বরুন সর্দুল ঠাকুর, উমেশ যাদব. আর অশ্বিন, মহম্মদ সিরাজ। দলে অতিরিক্ত বোলার হিসেবে রয়েছেন, কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ঈশান পোরেল, টি নটরাজন।