শুটিং বিশ্বকাপে খাতা খুলল ভারত, সোনা জিতলেন সৌরভ চৌধুরী

Published : Mar 01, 2022, 06:43 PM ISTUpdated : Mar 01, 2022, 06:51 PM IST
শুটিং বিশ্বকাপে খাতা খুলল ভারত, সোনা জিতলেন সৌরভ চৌধুরী

সংক্ষিপ্ত

আইএসএসএফ শুটিং বিশ্বকাপ ২০২২ (ISSF World Cup 2022) -এ প্রথম সোনা জিতল ভারত (India)। ১০মি এয়ার পিস্তলে (10m Air Pistol) সোনা জিতলেন (Win Gold) সৌরভ চৌধুরী। সোনা জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ভারতীয় শুটার।  

শুটিং বিশ্বকাপে (Shooting World Cup) ফের সোনা জিতল ভারত (India)। কাররোতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপ ২০২২ (Shooting World Cup 2022) -এ দেশকে প্রথম সোনা এনে দিলেন তরুণ তারকা শুটার সৌরভ চৌধুরী (Saurabh Chaudhary) । ১০ মিটার এয়ার পিস্তল (10m Air Pistol) বিভাগে সোনা জেতেন (Win Gold) সৌরভ। ২০১৯ সালেও আইএসএসএফ শুটিং বিশ্বকাপে এই একই বিভাগেসোনা জিতেছিলেন সৌরভ চৌধুরী। । সেটাই ছিল তাঁর কেরিয়ারের প্রথম সিনিয়র লেভেল ইভেন্টে স্বর্ণপ্রাপ্তি।  একইসঙ্গে টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়েছিলেন সৌরভ। কিন্তু অলিম্পিকে দেশকে সাফল্য না এনে দিতে পারার আক্ষেপ ছিল তার মধ্যে। একই সঙ্গে ২০২২ সালে এই প্রতিযোগিতা সৌরভ চৌধুরীর কাছে শিপোরা ধরের রাখার লড়াই। সেই কাজটাই সাফল্যের সঙ্গে করে দেখালেন দেশের তারকা শুটার। 

 

 

শুটিং বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন সৌরভ চৌধুরী। কোয়ালিফায়ার রাউন্ডে তৃতীয় হয়েছিলেন ভারতীয় শুটার। ৫৮৪ পয়েন্ট সোক্র করেছিলেন তিনি। প্লে অফ রাউন্ডে প্রথম আটে থেকে ফাইনালের টিকিট পাকা করেন সৌরভ চৌধুরী। মেগা ফাইনালে কোনও চাপ লক্ষ্য করা যায়নি সৌরভ চৌধুরীর মধ্যে। ফাইনালে রিলে পর্বে ৩৮ স্কোর করে শীর্ষে ছিলেন সৌরভ। চার নের মেডেল রাউন্ডের লড়াইয়েক সময়ও ৪২.৫ স্কোর করে শীর্ষে ছিলেন ভারতীয় শুটার। ফাইনালে গোল্ড মেডেল নিশ্চিৎ করতে ১৬টি শট নিয়েছিলেন সৌরভ চৌধুরী। এই ইভেন্ডে দ্বিতীয় স্থানে থেকে রূপো জিতেছেন জার্মানির মাইকেল শোওয়াল্ড। ব্র়োঞ্জ জিতেছেন রাশিয়ার আর্টেম চেরনোসভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে দেশের পতাকা ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। 

আরও পড়ুনঃদীপা কর্মকারকে আচমকা সাসপেন্ড করার সিদ্ধান্ত আন্তর্জাতিক জিমন্যাস্টিক সংস্থার কারণ খুঁজছেন ক্রীড়াপ্রেমীরা

আরও পড়ুনঃরাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কিয়েভ শহরের মেয়র, প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের কাহিনি এখন মুখে মুখে

১৯ বছর বয়সী সৌরভ চৌধুরী ছোট্ট কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন। জুনিয়র ক্যাটাগরিতেও বিশ্বরেকর্ড ঝুলিতে রয়েছে সৌরভের। জুনিয়র অলিম্পিক্সেও পদক জিতেছেন তিনি। এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন তিনি। তার কেরিয়ারে এখনও পর্যন্ত ১৪টি সোনা, ৬টি রূপো, ৩টি ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০১৯ সালের পর ২০২২ সালেও আইএসএসএফ শুটিং বিশ্বকাপে সোনা জিতে নজিরও গড়লেন ভারতীয় শুটার। এই কৃতিত্বের পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন সৌরভ চৌধুরী। 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত