ছয় বছরে পাঁচবার, আবার বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ আডবাণী

Published : Sep 15, 2019, 07:20 PM IST
ছয় বছরে পাঁচবার, আবার  বিশ্বচ্যাম্পিয়ন পঙ্কজ  আডবাণী

সংক্ষিপ্ত

২২ তম বিশ্বখেতাব পঙ্কজ আডবাণীর মায়ানমারে বিশ্বচ্যাম্পিয়ন হলেন ভারতীয় বিলিয়ার্ডাসের রাজা গত ছয় বছরে এটি পঞ্চম খেতাব পঙ্কজের ‘এখনও আগুন আছে আমার মধ্যে’, বলছেন বিশ্বচ্যাম্পিয়ন

বিশ্বচ্যাম্পিয়ন হওয়াটা কার্যত অভ্যেসে পরিণত করে ফেলেছেন তিনি। পঙ্কজ আডবাণী, ভারতীয় বিলিয়ার্ডসের রাজা আবারও বিশ্বসেরা। রবিবার মায়ানমারে টানা চতুর্থবার বিশ্বচ্যাম্পিন হলেন তিনি। এই নিয়ে গত ছয় বছরে পাঁচ বছরে বিশ্বখেতাব দেশে নিয়ে এলেন পঙ্কজ। মায়ানমারের প্রতিপক্ষকে ৬-২ তে হারিয়ে বিশ্ব খেতাব দখেল করলেন তিনি। এই নিয়ে মোট ২২ বার বিশ্বচ্যাম্পিয়ন হলেন পঙ্কজ।

আরও পড়ুন- আরও একটি খেতাব ব্যাডমিন্টনে, ভিয়েতনাম ওপেন জিতলেন সৌরভ ভর্মা

 বিশ্ব খেতাব জেতার পর ৩৪ বছরের পঙ্কজ বলছেন, বিলিয়ার্ডসের এই ছোট ফরম্যাটে ভুলের কোনও জায়গা নেই। তাই শেষ ছয় বারে পাঁচবার জেতাটা সত্যই একটা আলাদ অনুভূতি। পাশাপাশি ভারতীয় বিলিয়ার্ডসের রাজা বলছেন ২২টি বিশ্ব খেতাব জয়ের পর তিনি এখওন সমান ভাবেই খেতাব জয়ের জন্য মুখিয়ে থাকেন। আর এবারের খেতাবটা প্রমাণ করে তাঁর মধ্যে কতটা আগুন আছে। 

আরও পড়ুন- লক্ষ্য’র লক্ষ্যভেদ, বেলজিয়ামে বিজয় পতাকা ওড়ালেন লক্ষ্য সেন

পুণের এই বিলিয়ার্ডস খেলোয়াড়কে দেশের সব থেকে ধারাবাহিক খেলোয়াড় বলা হয়। এশিয়ান গেমসে দুবার সোনার পদও জিতেছেন দেশের হয়ে। পাশাপাশি ২০১৮ সালে পদ্মভূষণ ও ২০০৫-০৬ মরসুমে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারও পেয়েছিলেন পঙ্কজ আডবাণী। 

আরও পড়ুন - অলিম্পিকের সোনার জন্য ক্যাবিনেটে জায়গা ফাঁকা, বলছেন পিভি সিন্ধু

 

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?
IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?