
2036 Olympics India: ২০৩৬ সালে ভারত যাতে অলিম্পিক গেমস (2036 Olympic Games) আয়োজনের দায়িত্ব পেতে পারে, তার জন্য সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে। পূর্ণশক্তিতে প্রস্তুতি চালানো হচ্ছে। রবিবার এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এদিন তিনি বারাণসীতে (Varanasi) আয়োজিত ৭২-তম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, 'দেশে বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে আরও খেলোয়াড়কে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে চাইছে সরকার।' প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের তরুণ খেলোয়াড়রা যাতে অলিম্পিক্সেের খেলাগুলিতে (Olympic sports) যোগ দিতে পারেন, তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। 'খেলো ইন্ডিয়া'-র (Khelo India) মতো প্রকল্পের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তুলে আনা সম্ভব হচ্ছে।
রবিবার প্রধানমন্ত্রী বলেছেন, ‘২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) হবে ভারতে। দেশে যাতে ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করা যায়, তার জন্য সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। আরও খেলোয়াড় যাতে বড় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, সেই চেষ্টা করা হচ্ছে। খেলো ইন্ডিয়া প্রচারের মাধ্যমে শয়ে শয়ে তরুণ-তরুণী জাতীয় স্তরে প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে।’
গত এক দশকে দেশে বেশ কয়েকটি বড়মাপের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, 'ভারতের বিভিন্ন শহরে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ (FIFA Under-17 World Cup), হকি বিশ্বকাপ (Hockey World Cup), গুরুত্বপূর্ণ দাবা (Chess) টুর্নামেন্ট-সহ ২০টিরও বেশি বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।' প্রধানমন্ত্রী আরও বলেছেন, 'টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম'-এর (Target Olympic Podium Scheme) মাধ্যমে তরুণ অ্যাথলিটদের পরিকাঠামো, অর্থ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগদানের সুযোগ দিয়ে দেশে খেলার পরিবেশই বদলে দেওয়া হয়েছে। এর ফলে ২০১৪ সাল থেকে ক্রীড়াক্ষেত্রে বেশি সাফল্য পাচ্ছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।