
Neeraj Chopra Coach Jan Zelezny: ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্যে কোচ ইয়ান জেলেজনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীরজ চোপড়া। তাঁর সদ্য প্রাক্তন কোচও কিংবদন্তি অ্যাথলিট। জ্যাভলিন থ্রোয়ে তিনি অনেক সাফল্য পেয়েছেন। এই কারণেই সাফল্য পাওয়ার লক্ষ্যে তাঁর সঙ্গে জুটি বাঁধেন নীরজ। শুরুটা ভালোই হয়। ভারতের সর্বকালের সফলতম অ্যাথলিট প্রথমবার ৯০ মিটার থ্রো করেন। দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) তিনি এই নজির গড়েন। কিন্তু তারপর আর তেমন কোনও সাফল্য পাননি নীরজ। বিশেষ করে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (2025 World Athletics Championships) তিনি চরম ব্যর্থ হন। এই কারণেই মাত্র এক মরসুম পরেই জেলেজনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন নীরজ। তিনি ও সদ্য প্রাক্তন কোচ যৌথ বিবৃতির মাধ্যমে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা পরস্পরের প্রতি সম্মানের কথা জানিয়েছেন।
প্রাক্তন কোচ সম্পর্কে নীরজ বলেছেন, ‘ইয়ানের সঙ্গে কাজ করে অনেক নতুন বিষয়ে আমার চোখ খুলে গিয়েছে। তিনি টেকনিক, ছন্দ ও মুভমেন্টের বিষয়ে যেভাবে চিন্তা করেন তা অবিশ্বাস্য। তাঁর কাছ থেকে সবসময় শিখেছি। আমার এ কথা ভেবে সবচেয়ে বেশি গর্ব হচ্ছে যে যিনি আমার জীবনে আদর্শ, তাঁর সঙ্গে আমি বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছি। ইয়ান শুধু সর্বকালের সেরা জ্যাভলিন থ্রোয়ারই নন, তিনি আমার দেখা অন্যতম সেরা মানুষ।’
কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর নীরজ বলেছেন, ‘আমি ২০২৬ সালে সাফল্য পেতে চাইছি। আমি গত নভেম্বর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। বরাবরের মতো এবারও সুস্থ থাকাই আমার লক্ষ্য। আমি ফের প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছি। ২০২৭ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এ বছর আমার কাছে গুরুত্বপূর্ণ। তারপর ২০২৮ সালে অলিম্পিক গেমস (2028 Summer Olympics) আমার বড় লক্ষ্য।’ তবে কে তাঁর নতুন কোচ হবেন, সে বিষয়ে কিছু বলেননি নীরজ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।