Carl Lewis: অলিম্পিক্সের (Olympics) ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট কার্ল লিউইস। তিনি ভারতের অন্যতম সফল অ্যাথলিট নীরজ চোপড়াকে (Neeraj Chopra) উন্নতি করার জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন।
KNOW
Neeraj Chopra: নিজে অলিম্পিক্সে (Olympics) ৯ বার সোনা জিতেছেন। ফলে কীভাবে সাফল্য পেতে হয়, তা খুব ভালোভাবেই জানেন কার্ল লিউইস (Carl Lewis)। তিনি এবার নীরজ চোপড়াকে উন্নতি করার জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন। লিউইস বলেছেন, ‘প্রথমত, ওরা এখনও অলিম্পিক্সে বেশি সোনা জিততে পারেনি। এই মনোভাব নিয়ে লড়াই করতে হবে। নীরজ চোপড়া অলিম্পিক্সে দ্বিতীয় সোনার জন্য লড়াই করবে। তুমি বিশ্বের এক নম্বর হয়ে গেলে কী হয়? তুমি তখন আর সারা বিশ্বের বিরুদ্ধে লড়াই করছো না। তুমি তখন নিজের সঙ্গেই লড়াই করছো। ফলে আমার পরামর্শ হল, তুমি যখনই লড়াই করতে নামবে, তখনই মনে রাখবে তুমি নিজের সঙ্গে লড়াই করছো।’ এই পরামর্শ মেনে চললে নীরজ আরও সাফল্য পাবেন বলে আশা লিউইসের।
নিজের উদাহরণ দিয়ে নীরজকে অনুপ্রাণিত করছেন লিউইস
নিজের কথা উল্লেখ করে লিউইস বলেছেন, ‘আমি ১০০ মিটার দৌড়ে ১০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের এক নম্বর ছিলাম। প্রথমবার আমি ১০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলাম। শেষবার ৯.৮৬ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছিলাম। ফলে আমি তোমাকে বলছি, আমি ওদের বিরুদ্ধে লড়াই করছিলাম না। আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছিলাম। তুমি যদি নিজেকে উন্নত করার দিকে মন দাও, তাহলে তুমি শীর্ষে থাকতে পারবে।’
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিততে ব্যর্থ নীরজ
গতবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু এবার (2025 World Athletics Championships) তিনি পদক জিততে ব্যর্থ হয়েছেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে (2020 Summer Olympics) সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু এবার সেই টোকিওতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থানে শেষ করেন এই তারকা। তিনি এই হতাশানজক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছেন। এই পরিস্থিতিতে লিউইসের পরামর্শ কাজে লাগতে পারে। পরবর্তী প্রতিযোগিতাগুলিতে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন এই তারকা অ্যাথলিট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


