2025 World Athletics Championships: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো (Javelin Throw) ফাইনালে ভালো পারফরম্যান্স দেখালেন ভারতের অ্যাথলিট সচিন যাদব (Sachin Yadav)।

DID YOU
KNOW
?
সচিন যাদবের লড়াই
বৃহস্পতিবার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে চতুর্থ হলেন ভারতের সচিন যাদব।

World Athletics Championships 2025: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো (Javelin Throw) ফাইনালে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না ভারতের প্রধান ভরসা নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতবেন বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু পদক জয়ের ধারেকাছে পৌঁছতে পারলেন না নীরজ। তিনি অষ্টম স্থানে লড়াই শেষ করলেন। পঞ্চম রাউন্ডে ছিটকে যান নীরজ। তাঁর সেরা থ্রো ৮৪.০৩ মিটারের। প্রথম রাউন্ডে এই থ্রো করেন নীরজ। এরপর তিনি ৮৩.৬৫ মিটার, ৮৪.০৩ মিটারের থ্রো করেন। চতুর্থ রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। পঞ্চম রাউন্ডে ৮২.৮৬ মিটার থ্রো করে ছিটকে যান নীরজ। তিনি নিজেও এই পারফরম্যান্সে হতাশ হয়েছেন। টোকিও অলিম্পিক্সে (2020 Summer Olympics Tokyo) সোনা জিতেছিলেন নীরজ। কিন্তু সেই টোকিওতেই এবার তিনি পদক জিততে ব্যর্থ হলেন।

সচিন যাদবের লড়াই

বৃহস্পতিবার নীরজ ব্যর্থ হলেও, লড়াই করলেন ভারতের অপর এক অ্যাথলিট সচিন যাদব (Sachin Yadav)। তিনি অল্পের জন্য পদক হারালেন। চতুর্থ স্থানে লড়াই শেষ করলেন সচিন। তিনি প্রথম রাউন্ডে ৮৬.২৭ মিটারের থ্রো করেন। এরপর দ্বিতীয় রাউন্ডে থ্রো ফাউলের জন্য বাতিল হয়। তৃতীয় রাউন্ডে ৮৫.৭১ মিটারের থ্রো করেন এই অ্যাথলিট। চতুর্থ রাউন্ডে তিনি ৮৪.৯০ মিটারের থ্রো করেন। পঞ্চম রাউন্ডে ৮৫.৯৬ মিটারের থ্রো করেন সচিন। ষষ্ঠ তথা শেষ রাউন্ডে তিনি ৮০.৯৫ মিটারের থ্রো করেন।

হতাশ করলেন নীরজ

টানা ২৬টি প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থানে থেকেছেন নীরজ। তিনি ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। যে কোনও খেলায় যা চমকপ্রদ পারফরম্যান্স। তবে বৃহস্পতিবার সেই পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছতে পারলেন না নীরজ। সচিন অবশ্য এদিন ভালো পারফরম্যান্স দেখালেন। তিনি পদক জিততে না পারলেও, ভবিষ্যতে সাফল্য পাওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন। নীরজকে দেখেই অনুপ্রাণিত হয়েছেন সচিন। তিনি ভারতীয় অ্যাথলেটিক্সের ভবিষ্যতের তারকা হিসেবে চিহ্নিত হচ্ছেন। নীরজ অবশ্য প্রত্যাবর্তনের জন্য লড়াই করতে তৈরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।